Person(পুরুষ) কাকে বলে? কত প্রকার ও কি কি?

Person kake bola koto proke o ki ki

হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা গ্রামারের Person (পুরুষ) সম্পর্কে জানবো এবং Person কাকে বলে? কত প্রকার ও কি কি? এই সব বিষয়ে আমরা বিস্তারিত জানবো। বন্ধুরা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ক্লাস।

Person(পুরুষ) কাকে বলে?

বাক্যে ব্যবহৃত যে সকল Noun বা Pronoun কে আশ্রয় করে Verb এর কাজ সম্পন্ন করা হয় তাকে Person বা পুরুষ বলে।
যেমনঃ-
            I, We, You, He, She, They ইত্যাদি।

Person(পুরুষ) কত প্রকার ও কি কি?

Person তিন প্রকার।
যথাঃ-
  1. First Person- উত্তম পুরুষ
  2. Second Person- দ্বিতীয় বা মধ্যম পুরুষ
  3. Third Person- তৃতীয় বা নাম পুরুষ

First Person (উত্তম পুরুষ) ককে বলে?

যে কথা বলে, সে First Person বা উত্তম পুরুষ।
যেমনঃ-
            I, we, my, me, mine, our ইত্যাদি।

Second Person (দ্বিতীয় বা মধ্যম পুরুষ) কাকে বলে?

যাকে উদ্দেশ্য বা সম্বোধন করে কোন কিছু বলা হয়, সে Second Person বা দ্বিতীয় পুরুষ।
যেমনঃ-
            You, your, yours ইত্যাদি।

Third Person (তৃতীয় বা নাম পুরুষ) কাকে বলে?

যার সম্বন্ধে কোন কিছু বলা হয়, সে Third Person বা নাম পুরুষ।
যেমনঃ-
            He, she, it, they, cow, water ইত্যাদি।

Pronoun-এর Person:-


Person             Singular                         Plural
First                  I, my, mine, me         we, our, ours, us.
Second         you, thee, thou, your you, your, yours.
Third         he, she, him, it, her         they, their, theirs, them

Note: (i) কেবল Noun বা Pronoun এর Person হয়। Noun এর Person সব সময় Third Person হয়। যেমন- Man, men, book, pen, cow, hen, water, school ইত্যাদি।

(ii) পর পর তিনটি Person ব্যবহার করতে প্রথমে Second Person তারপর Third Person এবং শেষে First Person বসাতে হয়। যেমন- You, Rahim and I will go there.

বন্ধুরা, এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ‍Amarload.com এর সাথে থাকার জন্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url