Present Perfect Continuous Tense কাকে বলে ও চিনিবার উপায়?

Present Perfect Continuous Tense kake bola chiniber upai

হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা গ্রামারের Present Perfect Continuous Tense সম্পর্কে জানবো এবং Present Perfect Continuous Tense কাকে বলে? ও চিনিবার উপায়? এবং এর বিস্তারিত জানবো। বন্ধুরা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবেন তা না হলে বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ক্লাস।

Present Perfect Continuous Tense কাকে বলে?

কোন কাজ পূর্বে / আগে আরম্ভ হয়ে বর্তমানকালেও চলছে এরূপ বুঝালে তাকে Present Continuous Tense বলে।


Present Perfect Continuous Tense চিনিবার উপায়:

কোন কাজ পূর্বে / আগে আরম্ভ হয়ে বর্তমানকালেও চলছে এরূপ বুঝালে তাকে Present Continuous Tense বলে।


গঠন প্রণালী:

Subject এর পর Person ও Number অনুযায়ী have been বা has been বসে এবং তারপর Verb এর সঙ্গে ing যোগ হয়।

                Subject + have been/has been + মূল Verb এর সাথে ing যোগ

উদাহরণঃ
                 I have been doing this work for two days. - আমি দুই দিন ধরে কাজটি করিতেছি।
                 He has been reading for two hours. - সে দুই ঘণ্টা যাবৎ পড়িতেছে।
                 He has been reading since morning. - সে সকাল থেকে পড়িতেছে।


Note-(i): ব্যাপক সময় (Period of time) বুঝালে for এবং অতীতে কোন নির্দিষ্ট সময় (Point of time) বুঝালে Since বসে।

উদাহরণঃ
                It has been raining since morning. - সকাল থেকেই বৃষ্টি হচ্ছে 
                He has been suffering from fever since Monday last. - গত সোমবার থেকে তিনি জ্বরে                           ভুগছিলেন।


বন্ধুরা, এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ‍Amarload.com এর সাথে থাকার জন্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url