Case(কারক) কাকে বলে? কত প্রকার ও কি কি?

Case kake bola koto proker o ki ki

হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা গ্রামারের Case (কারক) সম্পর্কে জানবো এবং Case কাকে বলে? কত প্রকার ও কি কি? এই সব বিষয়ে আমরা বিস্তারিত জানবো। বন্ধুরা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবেন তা না হলে বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ক্লাস।

Case(কারক) কাকে বলে?

‍Sentence এ কোন noun বা pronoun এর সাথে অন্যান্য word বা শব্দের যে সম্পর্ক থাকে তাকে Case বলে।
যেমনঃ-
        Rina goes to school.- রিনা স্কুলে যাই।
        She makes tea.- সে চা তৈরি করে।
        The cow gives us milk.- গাভী আমাদের দুধ দেয়।

উপরের Sentence গুলোতে 'goes', 'makes' এবং 'gives' verb এর সাথে ‍Sentence গুলোর অন্যান্য word এর সম্পর্ক রয়েছে। এ সম্পর্কই Case বা কারক।

Case(কারক) কত প্রকার ও কি কি?

ইংরেজিতে Case প্রধানত চার প্রকার।
যথাঃ-
  1. Nominative Case (নমিনেটিভ কেইস)- কর্তৃকারক।
  2. Objective Case (অবজেকটিভ কেইস)- কর্মকারক।
  3. Possessive Case (পসেসিভ কেইস)- সম্বন্ধ পদ।
  4. Vocative Case (ভকেটিভ কেইস)- সম্বোধন পদ।

Nominative Case কাকে বলে?

যে Noun বা Pronoun Sentence এ Verb এর কাজ পরিচালনা করে তাকে Nominative Case বলে।
যেমনঃ-
        Ranu sleeps.-রানু ঘুমায়।
        He laughs.- সে হাসে।

উপরের Sentence-গুলোতে Ranu ও He কর্তা হিসেবে Verb এর কাজ পরিচালনা করছে। সুতরাং, Ranu ও He এখানে Nominative Case.

Nominative Case এর ব্যবহারঃ-

i) Noun হিসেবে- Kamal is my friend.
ii) Pronoun হিসেবে- He reads a book.
iii) Adjective হিসেবে- The virtuous are happy.
iv) Infinitive হিসেবে- To walk in the morning is good for health.
v) Gerund হিসেবে- Walking is good for health.
vi) Verbal Noun হিসেবে- The reading of history is very instructive.
vii) Phrase হিসেবে- Time and tide wait for none.
viii) Clause হিসেবে- That he is a good student is praised by all.

Objective Case কাকে বলে?

যখন কোন Noun বা Pronoun কোন Verb বা Preposition এর Object হিসেবে ব্যবহৃত হয়, তবে ঐ Noun বা Pronoun কে Objective Case বলে। অথবা,

যখন কোন Noun বা Pronoun কজরুপে ব্যাবহৃত হয় তখন তাকে Objective Case বলে।
যেমনঃ-
        He is writing a letter.- তিনি চিঠি লিখছেন।
        Dipu helps the girl.- দিপু মেয়েটিকে সাহায্য করে।

উপরের Sentence-গুলোতে 'letter', 'girl' হল Object. আর এই Object-গুলোর সাথে Verb এর যে সম্পর্ক রয়েছে তাই Objective Case.

Objective Case এর ব্যবহারঃ-

i) Noun হিসেবে- I have a cow.
ii) Pronoun হিসেবে- I gave him a book.
iii) Adjective হিসেবে- We should help the poor.
iv) Phrase হিসেবে- I don't know how to swim.
v) Clause হিসেবে- I know that he is honest.
vi) Infinitive হিসেবে- ‍She likes to read.
vii) Gerund হিসেবে- They like gossiping.
viii) Verbal Noun হিসেবে- I like the reading of history.

Possessive Case কাকে বলে?

যখন কোন Noun বা Pronoun অপর কোন Noun বা Pronoun এর সাথে সম্পর্ক স্থাপন করে, তখন তাকে Possesstive Case বলে। অথবা,

যে Case অধিকার বা কর্তৃত্ব বুঝায় তাকে Possessive Case বলে।
যেমনঃ-
        This is Rahim's book.-এটি রহিমের বই।
        He is Najrul's brother.-সে নজরুলের ভাই

উপরের Sentence-গুলোতে Rahim এর সাথে book এর এবং Najrul এর সাথে brother এর সম্পর্ক রয়েছে। সুতরাং, এখানে Rahim's ও Najrul's হল Possessive Case.

Possessive Case গঠনঃ-

i) সাধারণত প্রাণী বা অপ্রাণীবাচক Noun এর পূর্বে  'of' বসিয়ে Possessive Case গঠন করা হয়। 
যেমনঃ-
        He is father of Rahim.- সে রহিমের পিতা।
        The leg of the chair of broken.- চেয়ারটির পা ভাঙ্গা।
        The water of this pond is pure.- এই পুকুরের পানি বিশুদ্ধ।

তবে প্রাণীবাচক Noun এর শেষে ('s) যোগ করেও Possessive Case গঠন করা যায়। 
যেমনঃ-
        He is kamal's father.- সে রহিমের পিতা।

অপ্রাণীবাচক Noun এর শেষে ('s) যোগ হয় না। 
যেমনঃ-
        Chair's leg is broken ('s) যোগ হবে না।


ii) Noun এর শেষে (s) থাকলে শুধু Apostrophe (') যোগ করে Possessive Case গঠন করতে হয়। 
যেমন-
        'Boys' school '; Girls' school ইত্যাদি।

iii) Compound Noun এর শেষের Word টির পরে ('s) যোগ করে Possessive Case গঠন করতে হয়। যেমন-
        Father-in-law's house.

iv) যখন অচেতন পদার্থে ব্যক্তিত্ব আরোপ করা হয় তখন অচেতন পদার্থবোধক Noun এর শেষে ('s) বসাতে হয়। 
যেমন-
        Fortune's favor; Death's door.

v) পবিত্র বা মহান কোন বস্তুর ক্ষেত্রে Noun এর শেষে ('s) বসে। 
যেমন- 
        Country's call.

vi) সময়, দূরত্ব, পরিমাপ, ওজন বা পরিমাপ বাচক Noun এর শেষে ('s) যোগ করতে হয়। 
যেমন- 
       An hour's notice should be given.

vii) কতকগুলো বিশেষ বিশেষ Phrase এর Possessive করতে Noun এর শেষে ('s) বসে। 
যেমন-
        To one's heart's content.
        At one's wit's end.

viii) One, Everybody, Nobody এর সঙ্গে ('s) যোগ করে Possessive গঠন করতে হয়। 
যেমন-
        To should do one's duty.
        Everybody's duty is nobody's duty.

Vocative Case কাকে বলে?

যে Noun কে সম্বোধন বা উদ্দেশ্য করে কোন কিছু বলা হয়, তাকে Vocative Case বলে।
যেমনঃ-
        Nasir, come here- নাসির, এখানে এসো।
        Friends, listen to me.- বন্ধুগণ, আমার কথা শোন।


বন্ধুরা, এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ‍Amarload.com এর সাথে থাকার জন্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url