Alphabet(বর্ণমালা) কাকে বলে? Alphabet কত প্রকার ও কি কি?

Alphabet kake bola koto proker o ki ki

হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে ইংরেজি গ্রামারের Alphabet(বর্ণমালা) সম্পর্কে জানবো এবং Alphabet কাকে বলে কত প্রকার ও কি কি, Vowel কাকে বলে, Consonant কাকে বলে, Vowel কত প্রকার, Consonant কত প্রকার এই সব বিষয়ে জানবো। 

Alphabet(বর্ণমালা) কাকে বলে ?

ইংরেজি ভাষায় A থেকে Z পর্যন্ত 26 টি বর্ণ বা লেটার কে একসাথে Alphabet বলে।

ইংরেজি ভাষায় মোট 26টি লেটার ও বর্ণ রয়েছে।

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Alphabet এর প্রকারভেদ:

Alphabet দুই প্রকার যথাঃ-

  1. Vowel
  2. Consonant        
1. Vowel: ইংরেজী ভাষায় যেসব বর্ণ বা Letter নিজে নিজে উচ্চারিত হতে  পারে সেসব Letter কে Vowel বলে।

👉 Vowel 5টি

যথাঃ- A, E, I, O, U
            a, e, i, o, u

2. Consonant: ইংরেজী ভাষায় যেসব বর্ণ বা Letter নিজে নিজে উচ্চারিত হতে পারেনা, উচ্চারিত হতে Vowel এর সাহায্যের প্রয়োজন হয়, সেসব Letter কে Consonant বলে।

👉 Consonant 21টি

যথাঃ- B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, Z. (Capital Letter)
           b, c, d, f, g, h, j, k, l, m, n, p, q, r, s, t, v, w, x, y, z. (Small Letter)


বন্ধুরা, এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ‍Amarload.com এর সাথে থাকার জন্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url