Future Continuous Tense কাকে বলে? What is Future Continuous Tense?

Future Continuous tense kake bola

হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা Future Continuous Tense সম্পর্কে জানবো। বন্ধুরা ক্লাসটি মন দিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা আজকে আমাদের ক্লাস শুরু করা যাক।

Future Continuous Tense কাকে বলে?

কোন কাজ ভবিষ্যৎতে হতে থাকবে এরূপ বুঝালে তাকে  Future Continuous Tense বলে।

চিনিবার উপায়: 

বাংলা ক্রিয়াপদের শেষে ইতে থাকিব, ইতে থাকিবে (সাধুরূপ) / তে, থাকব, তে থাকবে (চলিতরূপ) থাকে।

গঠনপ্রণালী:

Subject এরপর Person অনুসারে shall be বা will be বসে অর্থাৎ 1st Person এ shall be এবং 2nd ও 3rd Person এ will be বসে এবং তারপরে Verb এর শেষে ing যোগ হয়।

        Subject + shall be / will be + Verb এর শেষে ing যোগ

উদাহরণঃ

                I shall be doing. - আমি করতে থাকব
                You will be doing. - তুমি করতে থাকবে
                We shall be waiting for you. - আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব


বন্ধুরা, এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ‍Amarload.com এর সাথে থাকার জন্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url