Future Perfect Continuous Tense কাকে বলে ?

Future Perfect ContinuousTense Kake bola

হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সাবাই ? আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা গ্রামারের গুরুত্বপূর্ণ একটি জিনিস শিকবো আর তা হলো Future Perfect Continuous Tense তাহলে চলুন বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করা যাক।

Future Perfect Continuous Tense কাকে বলে ?

ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘক্ষন যাবত চলতে থাকবে বুঝালে তাকে Future Perfect Continuous Tense বলে।

চিনিবার উপায়: 

(i) দুটি কাজের মধ্যে যেটি আগে হতে থাকবে সেটির Future Perfect Continuous Tense এবং যেটি পরে হবে সেটির Present / Future Indefinite Tense হয়।

(ii) Future Perfect Continuous Tense-এ Subject এরপর 1st Person এ shall have been এবং 2nd ও 3rd Person এ will have been বসে এবং তারপর Verb এর সাথে ing যোগ হয়।

উদাহরণঃ

            I shall have been reading for two hours. - আমি দুই ঘন্টা যাবত পড়তে থাকব
            We shall have been waiting before he comes. - সে আসার পূর্বে আমরা অপেক্ষা করতে থাকব


বন্ধুরা, এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ Amarload.com এর সাথে থাকার জন্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url