Present Indefinite Tense কাকে বলে ? What is Present Indefinite Tense?

Present Indefinite Tense Kake bola

হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা গ্রামারের Present Indefinite Tense সম্পর্কে জানবো এবং Present Indefinite Tense কাকে বলে? এবং এর বিস্তারিত জানবো। বন্ধুরা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবেন তা না হলে বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ক্লাস।

Present Indefinite Tense কাকে বলে?

কোন কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ বুঝালে Present Indefinite Tense বলে। 

Present Indefinite Tense চিনিবার উপায়?

বাংলা ক্রিয়াপদের শেষে ই, এ, য়, ও ইত্যাদি থাকে। যেমন- যাই (যা + ই), যাও (যা + ও), যায় (যা +য়) ইত্যাদি।

গঠন প্রণালীঃ

‍Subject- এর পর Verb- এর Present রূপ ব্যবহৃত হয়। Subject যদি Third person singular number হয়, তবে Verb- এর শেষে s বা es যোগ হয়।

উদাহরণ:-
        I go - আমি যাই
        You go - তুমি যাও
        He goes - সে যায়


Note: চিরন্তন সত্য (Universal truth) বা বর্তমান কালের কোন অভ্যাস বুঝালে Present Indefinite Tense বলে।

যেমনঃ-
        The earth moves around the sun.- পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে
        The sun rises in the east. - সূর্য পূর্ব দিকে উঠে.
        He comes here every day. - তিনি প্রতিদিন এখানে আসেন।


বন্ধুরা, এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ‍Amarload.com এর সাথে থাকার জন্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url