Syllable কাকে বলে Syllable কত প্রকার ও কি কি ? বিস্তারিত

Syllable Kake bola koto Proker o ki ki

হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন গতকাল আমরা Alphabet(বর্ণমালা) সম্পর্কে  জেনেছি আজকে আমরা ইংরেজি গ্রামারের Syllable(শব্দংশ) সম্পর্কে জানবো এবং Syllable কাকে বলে, ‍Syllable কত প্রকার ও কি কি এগুলো সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের কাজকের পাঠ

Syllable(শব্দংশ) কাকে বলে ?

একটি Word বা শব্দ যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, ঠিক ততটুকু অংশকে এক একটি Syllable বা শব্দংশ বলে ।
যেমনঃ-
    Doctor = Doc + tor, Mother = Mo + ther, Farmer = Far + mer, River = Ri + ver

Syllable এর প্রকারভেদ:

Syllable চার প্রকার।
  1. Monosyllable.
  2. Di syllable.
  3. Trisyllable.
  4. Polysyllable.
1. Monosyllable: যে Word বা শব্দে একটি মাত্র Syllable থাকে তাকে Monosyllable বলে।
    যেমন: Rat, Cat, Bat, Mat, Pen, Dog, Pot, Top ইত্যাদি।

2. Di syllable: যে Word বা শব্দে দুইটি syllable থাকে তাকে Disyllable বলে।
    যেমন: Baby = Ba + by, Brother = Bro + ther, Mother = Mo + ther, Doctor = Doc + tor.

3. Trisyllable: যে Word বা শব্দে তিনটি syllable থাকে তাকে Trisyllable বলে।
    যেমন: Beautiful = Beau + ti + ful, Company = Com + pa + ny, Yesterday = Yes + ter + day, Saturday = Sa + tur + day

4. Polysyllable: যে Word বা শব্দে তিনটির বেশী syllable থাকে তাকে Polysyllable বলে।
    যেমন: University = U + ni + ver + sity, Comparative = Com + pa + ra + tive, Examination = Exa + mi + na + tion, Reciprocal = Re + cip + ro + cal.



বন্ধুরা, এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ Amarload.com এর সাথে থাকার জন্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url