এসএসসি রেজাল্ট কবে দিবে (SSC Result 2022)

সকল এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা অধির আগ্রহ নিয়ে ভাবছেন তাদের ‍SSC Result 2022 কবে দিবে। এই নিয়ে অনেক শিক্ষার্থী বন্ধুরা আমাকে মেসেজ করেছে। তাই ভাবলাম, আজকে এই আর্টিকেলের মাধ্যমে জানিয়ে দিবো এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ কবে দিবে দিবে।
এসএসসি রেজাল্ট কবে দিবে

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম!

এসএসসি রেজাল্ট কবে দিবে

যে সকল এসএসসি পরীক্ষার্থীরা অধিক আগ্রহে আছে ও ভাবছেন তাদের রেজাল্ট কবে দিবে সেটা জানার জন্য। বাংলাদেশে ইতিহাসে প্রথম শুধুমাত্র তাদের বিভাগীয় বিষয়গুলো পরীক্ষা দিয়েছে। কিন্তু এই ব্যাপরে আমরা সকলে অবগত যে কী কারনে শুধুমাত্র বিভাগীয় বিষয়গুলো পরীক্ষা হয়েছে।

কারণ, করোনা মহামারীর জন্য দেশের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। পরে ভ্যাকসিন কার্যক্রম শুরু মধ্য দিয়ে পুনরায় শিক্ষাক্রমে ফিরে আসতে শুধু হয়। 

এসএসসি শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে ১ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত। এবারে পরীক্ষায় মোট শিক্ষার্থী ছিলেন ১ লক্ষ ২০ হাজার প্রায়। তাছাড়াও শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছে।

এবারে আসা যাক, এসএসসি রেজাল্ট কবে দিবে। শিক্ষা বোর্ড থেকে এখনও কোন নির্দিষ্ট তারিখ ঠিক করে দেওয়া হয় নি। তবে, বিভিন্ন নিউজপেপার, ওযেব সাইটে সার্চ করলে দেখা যাচ্ছে ৩০ নভেম্বর ২০২২ তারিখে এসএসসি পরীক্ষা রেজাল্ট দেওয়া সম্ভাবনা রয়েছে।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

আপনি যদি ঘরে বসে এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় চলে আসছেন। আমি এই আর্টিকেলে মাধ্যমে দেখিয়ে দিবো কিভাবে খুব সহজে SSC Result 2022 পরীক্ষার ফলাফল বের করবেন।
  • প্রথমে আপনাকে www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে।
  • তারপর আপনাকে Examination এর ঘরে আপনি jsc/ ssc/ hsc সেটি নির্বাচন করুন। এখানে আপনি যদি ‍ssc পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে বক্সে এসএসসি নির্বাচন করুন।
  • দ্বিতীয় ঘরে Year এখানে আপনি কোন সালের পরীক্ষার্থী সেটি বসিয়ে দিন।
  • আপনার বোর্ড সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যে বোর্ডের পরীক্ষার্থী সেই বোর্ডে নাম বসিয়ে দিন।
  • নিচের দুটি ঘরে রোল ও রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিন।
  • নিচের ক্যাপচাটা পূরণ করুন। 
এগুলো পূরণ করার পরে সাবমিট বাটনে ক্লিক করুন। দেখতে পারবেন আপনার মার্কশিটসহ এসএসসি রেজাল্ট ২০২২ চলে আসছে।
মার্কশিট সহ এসএসসি রেজাল্ট ২০২২

সকল শিক্ষা বোর্ডের নাম ও শর্ট কোড

অনেকে শিক্ষা বোর্ডে শর্ট কোড সম্পর্কে সঠিকভাবে জ্ঞান নাও থাকতে পারে। সাধারণত বোর্ডে শর্ট কোড বেশি প্রয়োজন হয় যখন এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট বের করা হয়। তাই আপনাদের সুবিধার জন্য বোর্ডের নাম ও তার শর্ট দেওয়া হল।
  • Dhaka Board - DHA
  • Rajshahi Board - RAJ
  • Sylhet Board -  SYL
  • Jessore Board - JES
  • Dinajpur Board -  DIN
  • Chittagong Board - CHI
  • Barisal Board - BAR
  • Comilla Board -  COM
উপরের তালিকায় ৮টি বোর্ডের লিস্ট দেওয়া হয়েছে। তাছাড়া আরও দুটি বোর্ড রয়েছে আর সেই বোর্ডটি হলো 
  • Madrasah Board - MAD
  • Technical Board - TEC
এখানে আপনাদের সুবিধার জন্য বোর্ডের নামগুলো লিস্ট আকারে দেওয়া হয়েছে এবং বোর্ডের নামের পাশে সকল বোর্ডের শর্ট কোড দেওয়া হয়েছে যা খুবই কার্যকর।

 SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনি আপনার এসএসসি রেজাল্ট ২০২২ দেখতে পারবেন আর এটি সম্ভব হবে ‍এসএমসের মাধ্যমে।

যারা এসএমসের মাধ্যমে রেজাল্ট পেতে চান তাদেরকে বলবো টেলিটক সিমের মাধ্যমে SMS করলে খুব দ্রুত রিপ্লাই পাওয়া যাই। কারণ রেজাল্টের সকল সার্ভার টেলিটকের নিয়ন্ত্রনে থাকে। তাই হয়তো দ্রুত রিপ্লাই পাওয়া যাই।

শুধু যে টেলিটক সিমের মাধ্যমে আপনার পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে তা কিন্তু নয়, আপনি চাইলে অন্যান্য সিমের মাধ্যমেও রেজাল্ট পেতে পারেন। কিন্তু সেক্ষেত্রে অন্যান্য সিমের মাধ্যমে SMS করলে রিপ্লাই পেতে একটু বিলম্ব হয়।

SMS মাধ্যমে রেজাল্ট চেক
  • সাধারণ বোর্ডে জন্য প্রথমে আপনাকে মোবাইল অবশনে গিয়ে টাইপ করতে হবে SSC<space>বোর্ডের শর্ট কোডের নাম<space>রোল<space>২০২২। এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। আপনাদের সুবিধার জন্য একটি উদাহরণ দেওয়া হল: SSC<space>Jessore Board<space>2022 Send করুন 16222.
  • মাদ্রাসা বোর্ডের জন্য DAKHIL<space>MAD<space>123456<space>2022 Send করুন 16222.
  • কারিগরি বোর্ডের জন্য SSC<space>TEC<space>123456<space>2022 Send করুন 16222.

এসএসসি রেজাল্ট কবে দিবে এই নিয়ে কিছু কথা

প্রিয় পাঠক এসএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে হয়তো এই নিয়ে অনেক ভাবনায় ছিলেন। আমাদের এই আর্টিকেল মাধ্যমে হয়তো জেনে ফেলেছেন। আর যদি যানতে না পারেন তাহলে আমাদের আর্টিকেলে লেখা এসএসসি রেজাল্ট কবে দিবে এই অবস্থান থেকে আবার দেখে আসুন তাহলে বুঝতে পারবেন।


বন্ধুরা এই টপিকটি পুরোটা পড়ার জন্য অনেক ধন্যবাদ, যদি এই টপিকের কোনকিছু বুঝতে না পাড়েন তাহলে নিচে কমেন্ট করুন। আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের যদি নতুন কিছু জানার থাকে তাহলে আমাদের জানান আমরা জানানোর চেষ্টা করবো।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url