১৬ ডিসেম্বর পিকচার | বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড | বিজয় দিবসের ছবি
১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা - কবিতা, বক্তব্য, পিকচার, উক্তি ইত্যাদি
নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ি যুদ্ধের পর আমাদের এই
দেশ স্বাধীন হয়েছিল। আমাদের জাতীয় জীবনে একটি স্মৃতিময় দিন হল এই বিজয় দিবস
অথবা ১৬ ডিসেম্বর। বাংলাদেশে প্রতি বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়।
...
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে
ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম!
১৬ ডিসেম্বর পিকচার | বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড | বিজয় দিবসের ছবি
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এই দিন আমাদের জাতীয় জীবনে একটি লাল তারিখ, আমাদের বিজয়
দিবস পালন করে থাকি। ১৬ ডিসেম্বর বিজয় লাভের পিছনে আমাদের দেশের মানুষের
দীর্ঘদিনের সংগ্রাম জড়িত। তাই এই দিন আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিজয় দিবস উপলক্ষে আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা সভা আয়োজন করা হয়।
এছাড়াও দিনটিকে স্মরনীয় করে রাখতে বিভিন্ন শুভেচ্ছা বার্তা, কবিতা, বক্তব্য, রচনা
প্রতযোগীতার আয়োজন করা হয়ে থাকে।
আরও পড়ুনঃ রচনাঃ বিজয় দিবস / ১৬ ডিসেম্বর
এছাড়াও আপনাদের জন্য ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস ও মেসেজ
নিচে দেওয়া হবে। যাতে করে আপনারা একে অপরকে শুভেচ্ছা বার্তা প্রদান করতে
পারেন।
১। লাল এর মাঝে ভালোবাসা
সাদ এর মাঝে বন্ধুত্ব
নীল এর মাঝে কষ্ট
কালো এর মাঝে অন্ধকার
আর সবুজের মাঝে আমার বাংলাদেশ
শুভ বিজয় দিবস।
২। সবকটা জানালা খুলে দাও না
আমি গাইবো, গাইবো বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ
শুভ বিজয় দিবস।
৩। প্রশ্নবিদ্ধ স্বাধীনতাকে উত্তরে
মেলাবার আজই তো সময়,
লক্ষ কন্ঠে সোনার বাংলায়
খুঁজে পাই প্রাণের আস্বাদ
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছ।
শুভ বিজয় দিবস।
৪। বিজয় মানে একটা মানচিত্র,
বিজয় মানে লাল সবুজের পতাকা,
বিজয় মানে একটা গর্বিত জাতি,
বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশে।
বিজয়ের বছর পূর্তিতে এই গর্বিত জাতির গড়ার-
সকল কারিগরকে মন থেকে জানাই শুভেচ্ছ।
৫। আসুন আজ আমরা সবাই প্রতিজ্ঞা করি যে,
আমরা সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব,
সবাইকে আমাদের দেশের মহত্ত্ব বোঝাবো,
সঠিক অর্থে আমরা একজন বাংলাদেশী হয়ে উঠবো।
শুভ জন্মদিন বাংলাদেশ।
৬। বিজয় আমাকে পথ দেখিয়েছে,
দিয়েছে বাঁচার আশ্বাস।
আমি বিজয়ের গান গাই,
আমি স্বাধীনতাকে চাই।
আমি বিজয়ের পতাকা ধরে,
সারাটি পথ পাড়ি দিতে চাই।
মহান বিজয় দিবসের শুভেচ্ছ।
৭। লক্ষ শহীদের রক্তের বিনিময়ে,
পেয়েছি যে বিজয় নিশান।
প্রয়োজনে আবার দেবো রক্ত ঠেলে,
বজায় রাখতে বিজয়ের মান।
মোদের দেহে থাকতে রক্ত,
বৃথা যাবে না শহীদদের দান।
বিজয় দিবসের শুভেচ্ছ।
৮। “ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি”।
আরও পড়ুনঃ ওজন কমানোর উপায় - ছেলে মেয়ে উভয়েরই
৯। প্রথম বাংলাদেশ আমার,
শেষ বাংলাদেশ।
জীবন বাংলাদেশ আমার,
মরণ বাংলাদেশ।
সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছ।
১০। মাগো তোমার চোখের জলে,
জয় বাংলা ধ্বনি তুলে,
হাজার ছেলে প্রাণ দিল,
ঐ নতুন আশার ভোরে,
রক্ত দিয়ে কেনা এই বিজয় ডিসেম্বরে।
বিজয় দিবসের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস
- আজ “১৬ ডিসেম্বর”। মহান বিজয় দিবস। ১৯৭১ সালে যাদের মহান আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাদের রুহের মাগফিরাত কামরা করছি। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছ।
- আপনার সম্মান তখন বাড়বে। যখন বিদেশে গিয়ে আপনি নিজের দেশের সম্মান বাড়াতে পারবেন। আর গর্বিতভাবে বলতে পারবেন, আমি বাংলাদেশী।
- বিজয় আমাকে পথ দেখিয়েছে, দিয়েছে বাঁচার আশ্বাস। আমি বিজয়ের গান গাই, আমি স্বাধীনতাকে চাই। আমি বিজয়ের পতাকা ধরে, সারাটি পথ পাড়ি দিতে চাই। মহান বিজয় দিবসের শুভেচ্ছ।
- মুক্তির লাল সবুজ উল্লাসে পাজরের বন্ধনগুলো অন্য আলোয় উদ্ভাসিত মাসের লালিত ক্ষোভের দাবানলে ক্ষয় হয়ে যাক মনের সব নীচতা, মৌনতা, হীনতা সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা...।
- মুক্তির মন্দির সোপান তলেকত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দীশালার ওই শিকল ভাঙা, তাঁরা কি ফিরিবে এই সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্তাচলে! মহান বিজয় দিবস অমর হোক! জয় বাংলা।
- সূর্যোদয়ে তুমি সূর্যস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি!! আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
- তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ। তবু ভালো লাগা ভালোবাসাময় তুমি, আমার বাংলাদেশ।
- ১ টি যুদ্ধ ৯ টি মাস ৭ জন বীরশ্রেষ্ঠ ১ টি দেশ মিনিং অফ ১৯৭১ সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
- মুক্ত পাখি, মুক্ত আকাশ, মুক্ত আমি তুমি। রক্ত দিয়ে কিনে নিলাম প্রিয় জন্মভূমি। মুক্ত মাটি, মুক্ত পানি, মুক্ত সোনার দেশ। মুক্ত সোনার রক্ত তো হবে না যে শেষ। যাদের রক্তে মুক্ত। স্বদেশ বিজয় এলো ঘরে। বিজয় দিনে আমরা তাদের ভুলব কেমন করে। বিজয় দিবসের শুভেচ্ছা।
১৬ ডিসেম্বর বিজয় দিবসের কবিতা
বিজয় দিবস নিয়ে কিছু কবিতা নিচে দেওয়া হল আপনারা অনেক গুগলে সার্চ করে থাকেন বিজয়
দিবসের কবিতা নিয়ে। তাই আজকে আমি আপনাদের জন্য ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা
- কবিতা, বক্তব্য, উক্তি আমদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন।
“বিজয় ১৯৭১”
একাত্তরের বিজয় দেখিনি আমিকরতে পারেনি যুদ্ধ,তবে এতটুকু জানি তখনপরাতাম না থাকতে স্তব্ধ।বারুদের মত উঠতাম জ্বলেআকাশ বাতাস সাজাতাম ফুলে ফুলে..পতাকা বুকে নিয়ে আকশে দিতাম দু’ডানামেলে...- জাহিদুল ইসলাম
“শুভ জন্মদিন বাংলাদেশ”
বাঙালির সেই বিজয়ের হাসি হীরে হয়ে জ্বলবেযুদ্ধপরাধীর বিচারের দবি দেশজুড়ে চলবেযাদের ত্যাগের বিনিময়ে এসেছিল বিজয়তাদের স্মরণে করবো এবার মোরা বিশ্বজয়শাহাবাগের বহু কন্ঠে জেগে ওঠো আমার দেশসবশেষে তাই বলতে চাই“শুভ জন্মদিন, বাংলাদেশ”- তাসফিয়া তাবাসসুম
১৬ই ডিসেম্বর এলে
মনটা আমার কেমন কেমন করে
সোনার ছেলেরা যে যুদ্ধে গিয়ে
আর ফেরেনি ঘরে।
পাক হানাদারদের ওই হাতে
মরলো মানুষ দিনে রাতে
দেশের জন্য জীবন দিয়ে
শহীদ হলো তারা তাতে।
নয় মাস যুদ্ধ করে
সব হানাদার হলো শেষ
সৃষ্টি হলো এক নতুন দেশের
দেশের নামটি বাংলাদেশ।
এই বিজয়ের মাঝেও যে
অনেক কষ্ট আছে
জীবন দিয়ে লাখো মানুষ
শহীদ হয়ে গেছে।
৪২ বছর পরে এসে
ষোলই ডিসেম্বরে
দেশকে মোরা কী দিয়েছি
দেখি হিসাব করে।
দেশের মানুষ থাকুক ভালো
মিলিয়ে কান্না হাসি
আসো সবাই একটু হলেও
দেশকে ভালোবাসি।
বিজয় দিবসের উক্তি বা বাণী
আপনাদের জন্য বিজয় দিবসের বাণী এই ব্লগের মাধ্যেমে তুলে ধারা হল। আমি জানি আপনারা অনেকে বিজয় দিবসের বাণী খুঁজে থাকেন। তাই আপনাদের সুবিধারতে কিছু ভালো মানের উক্তি বা বাণী তুলে ধরা হয়েছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।
“যে ব্যক্তি লড়াই বন্ধ করতে অস্বীকার করে তার পক্ষে সর্বদা বিজয় সম্ভব হয়।"
“বিজয় তাদের অন্তর্ভুক্ত যারা এটিকে সবচেয়ে বেশি বিশ্বাস করে।"
“বিজয় হল সমস্ত স্বপ্ন যা আপনার স্বপ্ন অর্জনে চলেছে তার স্বীকৃতি দেওয়া।"
“জীবনে বিজয়ের জন্য, আমাদের লক্ষ্যতে মনোনিবেশ করতে হবে।"
“বিজয় যখন আরও বেশি অর্থবহ হয় তখন তা কেবল একজনের কাছ থেকে আসে না, অনেকের সম্মিলিত সাফল্য থেকে আসে।"
“সর্বোত্তম বিজয় হ’ল প্রতিপক্ষ যখন সত্যিকারের শত্রুতা হওয়ার আগে তার নিজের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে"
“বিজয় সবচেয়ে ধৈর্যশীল।"
“বিজয়ী যোদ্ধারা প্রথমে জিতে এবং তারপরে যুদ্ধে যায়, পরাজিত যোদ্ধারা প্রথমে যুদ্ধে যায় এবং তারপরে জয়ের চেষ্টা করে।"
“প্রতিটি পদক্ষেপ ছিল একটি বিজয়, তাকে এটা মনে রাখতে হবে।"
“দৃষ্টি না থাকলে বিজয় হয় না।"
১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা নিয়ে সর্বশেষ কিছু কথা
আশা করি আপনারা আমাদের এই পোষ্ট থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা সম্পর্কে জানতে বা বুঝতে পেরেছেন। শুধু বিজয় দিবসের শুভেচ্ছাই নয় এছাড়া কবিতা, বক্তব্য এবং বাণী বা উক্তি সম্পর্কে জানতে পারেছেন। তবে বন্ধু এখনে কবিতা, বক্তব্য, উক্তি, এসএমএস, স্ট্যাটাস এসব বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করা হয়েছে।
১৬ ডিসেম্বর বিজয় দিবস নিয়ে কিছু প্রশ্ন (FAQ)
১৬ ডিসেম্বর কি?
>১৬ ডিসেম্বর হল বাঙালি জাতির জন্য একটি গৌরবময় দিন। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের কাছে আত্মসমর্পণ করে। ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
১৬ ডিসেম্বর কী দিবস
>১৬ ডিসেম্বর বিজয় দিবস। এই দিনে আমাদের এই দেশের জন্য যারা প্রাণ ত্যাগ করেছে বা রক্ত দিয়েছেন তাদেরকে স্মরণ করে থাকি। এটি একটি স্মরনীয় দিন।
১৬ ডিসেম্বর ২০২২ কততম বিজয় দিবস?
>১৬ ডিসেম্বর ২০২২ ৫২তম বিজয় দিবস হিসেবে পালিত হবে।