১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নাম - জানা না থাকলে জেনে নিন
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নাম - আমরা অনেকে এখনও জানি না যে কেন শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। তাই আজকে আপনারা এই ব্লগের মাধ্যমে জানবো ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নাম ও কী কারণে আমরা এই দিনটি পালন করে থাকি।
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম!
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নাম
সমগ্র বাংলাদেশে পালিত একটি বিশেষ দিন হল শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৪ ডিসেম্বর এই দিনটি পালন করা হয়। পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর বাংলাদেশের প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। তারপর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে পর আমাদের এই সোনার বাংলাদেশ পাক্তিস্তানিদের হাত থেকে করেছিল।
আরও পড়ুনঃ ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা - কবিতা, বক্তব্য, পিকচার, উক্তি
পাকিস্তানি হানাদার বাহিনীরা বুঝতে পেরেছিল যে তাদের বাংলাদেশে সময় শেষ হতে চলেছে। তাই তারা পরিকল্পনা করে সমস্র বাংলাদেশকে একেবারে মেধাশূণ্য করে দেওয়ার। ফলে তাদের পরিকল্পনা মাফিক বাংলাদেশে যত জ্ঞানী গুনীব্যক্তি এবং যত বুদ্ধিজীবী রয়েছে তাদের একত্র করে নির্মমভাবে হত্যাকান্ড চালায়। অনেকে বুদ্ধিজীবীদের নাম এখনও অজানা রয়েছে। তাই আমরা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে থাকি।
কাদেরকে বুদ্ধিজীবী বলা হয়?
সাধারণত যারা দৈহিক শ্রমের বদলে মানসিক শ্রম বা বুদ্ধিবৃত্তিক শ্রম দেন তারাই বুদ্ধিজীবী।
অন্যভাবে বলতে গেলে বুদ্ধিজীবী হল লেখক, চিত্রশিল্পী, বিজ্ঞানী, শিক্ষক, সাংবাদিক, গবেষক, আইনজীবী, রাজনীতিক, প্রকৌশলী, চিকিৎসক, ভাস্কর, স্থাপতি, সরকারী ও বেসরকারী কর্মচারী, সমাজসেবী ও সংস্কৃতিসেবী, চলচ্চিত্র ও নাটকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি মূলত এদেরকেই বুদ্ধিজীবী বলা হয়।
আরও পড়ুনঃ রচনাঃ বিজয় দিবস / ১৬ ডিসেম্বর
দেশ স্বাধীন হওয়ার পর তাদের বিকৃত লাশ মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে পাওয়া যায়। অনেক লাশ এখনও শনাক্ত করা যায়নি। তারা চেয়েছিল বাংলাদেশকে সম্পূর্ণ মেধাশূণ্য করে দিতে। তাই ১৪ ডিসেম্বর এদেরকেই নির্মমভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী।
নিহত শহীদ বুদ্ধিজীবীদের তালিকা
আমরা কিছু মহান ব্যক্তিদের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নাম এর তালিকা নিচে দেওয়া হবে। আশা করি কাজে লাগবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
১। হবিবুর রহমান (গণিত বিভাগ)
২। শ্রী সুখারঞ্জন সমাদ্দার (সংস্কৃত)
৩। মীর আবদুল কাইউম (মনোবিজ্ঞান)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
৪। মুনীর চৌধুরী (বাংলা সাহিত্য)
৫। আনোয়ার পাশা (বাংলা সাহিত্য)
৬। মোফাজ্জল হায়দার চৌধুরী (বাংলা সাহিত্য)
৭। হুমায়ূন কবীর (ইংরেজি সাহিত্য)
৮। জ্যোতির্ময় গুহঠাকুরতা (ইংরেজি সাহিত্য)
৯। রাশীদুল হাসান (ইংরেজি)
১০। রাশিদুল হাসান (ইংরেজি সাহিত্য)
১১। শরাফত আলী (গণিত)
১২। সিরাজুল হক খান (শিক্ষা)
১৩। এ এন এম ফাইজুল মাহী (শিক্ষা)
১৪। এম সাদেক (শিক্ষা)
১৫। এম সাদত আলী (শিক্ষা)
১৬। ফজলুর রহমান খান (মৃত্তিকা বিজ্ঞান)
১৭। এন এম মনিরুজ্জামান (পরিসংখ্যান)
১৮। গোবিন্দ চন্দ্র দেব (দর্শনশাস্ত্র)
১৯। এ মুকতাদির (ভূ-বিদ্যা)
২০। এ আর কে খাদেম (পদার্থবিদ্যা)
২১। সাজিদুল হাসান (পদার্থবিদ্যা)
২২। অনুদ্বৈপায়ন ভট্টাচার্য (ফলিত পদার্থবিদ্যা)
২৩। সন্তোষচন্দ্র ভট্টাচার্য (ইতিহাস)
২৪। গিয়াসউদ্দিন আহমদ (ইতিহাস)
২৫। আবুল খায়ের (ইতিহাস)
২৬। এম মর্তুজা (চিকিৎসক)
চিকিৎসক
২৭। মোহাম্মদ শফী (দন্ত চিকিৎসক)
২৮। আজহারুল হক (সহকারী সার্জন)
২৯। মোহাম্মদ ফজলে রাব্বি (হৃদরোগ বিশেষজ্ঞ)
৩০। আব্দুল আলিম চৌধুরী (চক্ষু বিশেষজ্ঞ)
৩১। শামসুদ্দীন আহমেদ
৩২। হুমায়ুন কবীর
৩৩। আজহারুল হক
৩৪। সোলায়মান খান
৩৫। আয়েশা বদেরা চৌধুরী
৩৬। কসির উদ্দিন তালুকদার
৩৭। মনসুর আলী
৩৮। মোহাম্মদ মোর্তজা
৩৯। মফিজউদ্দীন খান
৪০। জাহাঙ্গীর
৪১। নুরুল ইমাম
৪২। এস কে লালা
৪৩। হেমচন্দ্র বসাক
৪৪। ওবায়দুল হক
৪৫। আসাদুল হক
৪৬। মোসাব্বের আহমেদ
অন্যান্য
৪৭। শহীদুল্লাহ কায়সার (সাংবাদিক)
৪৮। নিজামুদ্দীন আহমেদ (সাংবাদিক)
৪৯। সেলিনা পারভীন (সাংবাদিক)
৫০। সিরাজুদ্দীন হোসেন (সাংবাদিক)
৫১। আ ন ম গোলাম মুস্তফা (সাংবাদিক)
৫২। নূতন চন্দ্র সিংহ (সমাজসেবক, আয়ুর্বেদিক চিকিৎসক)
৫৩। যোগেশচন্দ্র ঘোষ (শিক্ষাবিদ, আয়ুর্বেদিক চিকিৎসক)
৫৪। আলতাফ মাহমুদ (গীতিকার ও সুরকার)
৫৫। ধীরেন্দ্রনাথ দত্ত (রাজনীতিবিদ)
৫৬। রণদাপ্রসাদ সাহা (সমাজসেবক এবং দানবীর)
৫৭। জহির রায়হান (লেখক, চলচ্চিত্রকার)
৫৮। মেহেরুন্নেসা (কবি)
৫৯। আবুল কালাম আজাদ (শিক্ষাবিদ, গণিতজ্ঞ)
৬০। নজমুল হক সরকার (আইনজীবী)
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পিকচার
আপনারা অনেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের পিকচার ফেসবুকে এবং গুগলে সার্চ করে থাকেন। তাদের জন্য আমরা নিচে কিছু পিকচার নিচে দিয়ে দেওয়া হল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নাম নিয়ে সর্বশেষ কিছু কথা
১৪ ডিসেম্বর বাঙালিদের জন্য স্মরনীয় একটি দিন। এই দিনে বাংলাদেশের বুদ্ধিজীবীদের নির্মম ভাবে হত্যা করা হয়। এটা পোষ্টের মাধ্যমে আপনাদের জানানো হয়েছে। তবে কিছু কথা বলে রাখি উপরের দেওয়া শহীদ বুদ্ধিজীবীদের নাম উকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। আশা বুঝতে পেরেছেন।
আর কোথাও যদি আপনাদের এই ব্লগটি উপকারে আসে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই ওয়েবসাইট আপনাদের জন্য বিভিন্ন তথ্যমূলক কাজ করে থাকে। তাই যদি আপনাদের কোন কিছু সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে আমাদেরকে জানান। আমরা সেই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করবো।