এসেছে নতুন শিশু সারমর্ম

এসেছে নতুন শিশু সারমর্ম - প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের সাথে সারমর্ম নিয়ে আলোচনা করবো। সারমর্ম কম বেশি সব পরীক্ষাতেই আসে। তাই সারমর্ম পড়া খুবই গুরুত্বপূর্ণ। যেকোন প্রকারের সারমর্ম আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। যাই হোক, চলুন আর দেরি না করে শুরু করি এসেছে নতুন শিশু সারমর্ম টি।
এসেছে নতুন শিশু সারমর্ম

প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম!

এসেছে নতুন শিশু সারমর্ম

এসেছে নতুন শিশু, তারে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাবো- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি-
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার

সারমর্মঃ জন্ম ও মৃত্যু পৃথিবীর একটি স্বাভাবিক প্রক্রিয়া। মৃত্যুর মধ্য দিয়ে প্রবীণদের বিদায় আর জন্মের মধ্য দিয়ে নবীনদের আগমন ঘটে। এ বিদায় আগমনের মাঝখানে মানুষের অনেক করণীয় আছে। নানাবিধ সমস্যায় জর্জরিত এ পৃথিবী। পৃথিবীতে যারা বর্তমান তাদের উচিত অনাগতদের জন্য পৃথিবীকে জঞ্জাল মুক্ত করে বাসযোগ্য করে তোলা।
অন্যভাবেও লিখতে পাড়েন
সারমর্মঃ পুরাতনের প্রস্থান ও নতুনদের আগমন- এটাই প্রকৃতির নিয়ম। স্থান ছেড়ে দিতে হয় নবাগত শিশুদের জন্য। যাওয়ার আগে তাদের পুরনো জঞ্জাল পরিষ্কার করে নবাগত শিশুদের বাসযোগ্য করে যেতে হবে।

এসেছে নতুন শিশু সারমর্ম নিয়ে সর্বশেষ কিছু কথা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের পড়ার সুবিধার জন্য এখানে দুইটি সারমর্ম দেওয়া হয়েছে। আপনাদের ইচ্ছা অনুযায়ী পড়তে পারেন। আশা করি এসেছে নতুন শিশু সারমর্ম আপনাদের উপকারে আসবে। আরও কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে পোষ্টটি শেয়ার করতে ভুলবেন না। 

বন্ধুরা এই টপিকটি পুরোটা পড়ার জন্য অনেক ধন্যবাদ, যদি এই টপিকের কোনকিছু বুঝতে না পাড়েন তাহলে নিচে কমেন্ট করুন। আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের যদি নতুন কিছু জানার থাকে তাহলে আমাদেরকে জানান আমরা সেই বিষয়ে জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ Amarload.com এর সাথে থাকার জন্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url