সারমর্ম: কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর?
কোথায় স্বর্গ কোথায় নরক সারমর্ম - প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের সাথে সারমর্ম নিয়ে আলোচনা করবো। সারমর্ম কম বেশি সব পরীক্ষাতেই আসে। তাই সারমর্ম পড়া খুবই গুরুত্বপূর্ণ। যেকোন প্রকারের সারমর্ম আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। যাই হোক, চলুন আর দেরি না করে শুরু করি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর সারমর্ম টি।
প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম!
কোথায় স্বর্গ কোথায় নরক সারমর্ম
কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে বহুদূর?
মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।
রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়,
আত্মগ্লানির নরক অনলে তখনই পুড়িতে হায়।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কূঁড়েঘরে।
সারমর্মঃ স্বর্গ বা নরক বহু দূরে নয়। মানুষের মনের মধ্যেই তার অস্তিত্ব বিরাজমান। কার্যকলাপের মধ্যেই মানুষ স্বর্গের সুখ ও নরকের যন্ত্রনা ভোগ করে। মানুষ যখন নিজের অন্যায়ের ফল উপলব্ধি করতে পারে, তখন সে বিবেকের জ্বালার মধ্যে যন্ত্রণা ভোগ করে। আবার যখন প্রেমপ্রীতির সুসম্পর্কের বন্ধনে মিলিত হয়, তখন স্বর্গসুখ উপভোগ করে।
আরও পড়ুনঃ রচনাঃ বিজয় দিবস / ১৬ ডিসেম্বর
অন্যভাবেও লিখতে পাড়েন
সারমর্মঃ পৃথিবীতেই মানুষের মধ্যেই স্বর্গ ও নরকের অবস্থান। প্রেম ও প্রীতিই স্বর্গীয় সুখ। আর হিংসা ও গ্লানিই দেয় নরক যন্ত্রণা।
আরও পড়ুনঃ ভাবসম্প্রসারণ: জ্ঞানহীন মানুষ পশুর সমান
কোথায় স্বর্গ কোথায় নরক সারমর্ম নিয়ে সর্বশেষ কিছু কথা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের পড়ার সুবিধার জন্য এখানে দুইটি সারমর্ম দেওয়া হয়েছে। আপনাদের ইচ্ছা অনুযায়ী পড়তে পারেন। আশা করি কোথায় স্বর্গ কোথায় নরক সারমর্ম আপনাদের উপকারে আসবে। আরও কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে পোষ্টটি শেয়ার করতে ভুলবেন না।
বন্ধুরা এই টপিকটি পুরোটা পড়ার জন্য অনেক ধন্যবাদ, যদি এই টপিকের কোনকিছু বুঝতে না পাড়েন তাহলে নিচে কমেন্ট করুন। আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের যদি নতুন কিছু জানার থাকে তাহলে আমাদেরকে জানান আমরা সেই বিষয়ে জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ Amarload.com এর সাথে থাকার জন্য।