সাম্যের গান গাই সারমর্ম

সাম্যের গান গাই সারমর্ম - প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের সাথে সারমর্ম নিয়ে আলোচনা করবো। সারমর্ম কম বেশি সব পরীক্ষাতেই আসে। তাই সারমর্ম পড়া খুবই গুরুত্বপূর্ণ। যেকোন প্রকারের সারমর্ম আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। যাই হোক, চলুন আর দেরি না করে শুরু করি সাম্যের গান গাই সারমর্ম টি।
সাম্যের গান গাই সারমর্ম

প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম!

সাম্যের গান গাই সারমর্ম

সাম্যের গান গাই
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই।
বিশ্বের যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান
মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান।
কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।
কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা,
বীরের স্মৃতি-স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?
কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষী নারী।

সারমর্মঃ মানব সভ্যতা নির্মাণে নারী-পুরুষের সমান অবদান রয়েছে। তবে, ইতিহাসে পুরুষের কথা যতটা লেখা হয়েছে, নারীর ততটা হয়নি। কিন্তু নারীকে তার কর্ম-স্বীকৃতি থেকে বঞ্চিত করা হয়েছে। তাই, এখন দিন এসেছে সম-অধিকারের। নারী-পুরুষ সবাইকে নিয়ে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আরও পড়ুনঃ এসেছে নতুন শিশু সারমর্ম

এসেছে নতুন শিশু সারমর্ম নিয়ে সর্বশেষ কিছু কথা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের পড়ার সুবিধার জন্য সারমর্ম দেওয়া হয়েছে। আপনাদের ইচ্ছা অনুযায়ী পড়তে পারেন। আশা করি সাম্যের গান গাই সারমর্ম আপনাদের উপকারে আসবে। আর কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে পোষ্টটি শেয়ার করতে ভুলবেন না। 

বন্ধুরা এই টপিকটি পুরোটা পড়ার জন্য অনেক ধন্যবাদ, যদি এই টপিকের কোনকিছু বুঝতে না পাড়েন তাহলে নিচে কমেন্ট করুন। আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের যদি নতুন কিছু জানার থাকে তাহলে আমাদেরকে জানান আমরা সেই বিষয়ে জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ Amarload.com এর সাথে থাকার জন্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url