হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা গ্রামারের Strong & Weak Verb সম্পর্কে জানবো এবং Strong & Weak Verb কাকে বলে? কত প্রকার? এই সব বিষয়ে আমরা বিস্তারিত জানবো। বন্ধুরা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবেন তা না হলে বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ক্লাস।
Strong & Weak Verb কত প্রকার?
ইংরেজি ভাষায় Verb গুলোর সাধারণত Present, Past, ও Past Participle এ তিনটি রূপ হয়। এ তিনটি রূপ গঠনের রীতি অনুসারে Verb গুলোকে দু’ভাগে ভাগ করা যায়। যেমন- Strong Verb ও Weak Verb।
Strong Verb কাকে বলে?
যে সব Verb এর ভিতরের Vowel পরিবর্তন করে Past form এবং n, en বা ne যুক্ত করে Past Participle form গঠন করা হয়, তাদেরকে Strong Verb বা Irregular Verb বলে।
যেমনঃ-
Begin, break, come, go ইত্যাদি।
Weak Verb কাকে বলে?
যে সব Verb এর সাথে d, ed বা t যুক্ত করে Past এবং Past Participle form গঠন করা হয়, তাদেরকে Weak Verb বা Regular Verb বলে।
যেমনঃ-
Believe, call, send ইত্যাদি।
কতকগুলো Strong Verb এর Present, Past ও Past participle রূপঃ
Present Past Past Participle
Be, am, is was been
are(হওয়া) were been
Abide(বাস করা) abode abode/abiden
Arise(উঠা) arose arisen
Awake(জাগা, জাগানো) awoke awoke/awaken
Bear(বহন করা) bore borne
Bear(প্রসব করা) bore born
Begin(আরম্ভ করা) began begun
Beat(প্রহার করা) beat beaten
Become(হওয়া) became become
Bind(বাঁধা) bound bound
Bite(কামড়ানো) bit bitten/bit
Blow(বাতাস বহা) blew blown
Break(ভাংগা) broke broken
Come(আসা) came come
Choose(পছন্দ করা) chose chosen
Do(করা) did done
Dig(খনন করা) dug dug
Drink(পান করা) drank drunk
Drive(চালানো) drove driven
Eat(খাওয়া) ate eaten
Fall(পতিত হওয়া) fell fallen
Find(দেখা) found found
Fly(উড়া) flew flown
Fight(যুদ্ধ করা) fought fought
Forget(ভুলে যাওয়া) forgot forgot/forgotten
Forgive(ক্ষমা করা) forgave forgiven
Forbid(নিষেধ করা) forbade forbidden
Go(যাওয়া) went gone
Get(পাওয়া) got got/gotten
Give(দেওয়া) gave given
Grow(জন্মানো) grew grown
Hang(ঝুলানো) hung hung
Hide(লুকানো) hid hid/hidden
Hold(ধরা) held held
Know(জানা) Knew Known
Lie(শোয়া) lay lain
Mistake(ভুল করা) mistook mistaken
Rise(উঠা) rose risen
Ride(ঘোড়ায় চড়া) rode ridden
Ring(বাজানো) rang rung
Run(দৌড়ানো) ran run
See(দেখা) saw seen
Sit(বসা) sat sat
Sing(গান করা) sang sung
Sink(ডুবে যাওয়া) sank sunk/sunken
Spin(সুতা কাটা) span spun
Shine(কিরণ দেওয়া) shone shone
Stand(দাঁড়ানো) stood stood
Steal(চুরি করা) stole stolen
Strike(আঘাত করা) struck struck
Sting(হুল ফোটানো) stung stung
Speak(কথা বলা) spoke spoken
Shake(নড়ানো) shook shaken
Swear(প্রতিজ্ঞা করা) swore sworn
Swim(সাঁতার কাটা) swam swum
Take(লওয়া) took taken
Tear(ছিড়ে ফেলা) tore torn
Throw(নিক্ষেপ করা) threw thrown
Wake(জাগা) woke waken
Wear(পরিধান করা) wore worn
Weave(বোনা) wove woven
Win(জয়লাভ করা) won won
Write(লেখা) wrote written
কতকগুলো Weak Verb এর Present, Past ও Past participle রূপঃ
Present Past Past participle
Advise(উপদেশ দেওয়া) advised advised
Ask(জিজ্ঞেস করা) asked asked
Beg(ভিক্ষা করা) begged begged
Bend(বাঁধানো) bent bent
Boil(সিদ্ধ করা) boiled boiled
Bring(আনয়ন করা) brought brought
Build(নির্মাণ করা) built built
Burn(পোড়ানো) burnt burnt
Bury(কবর দেওয়া) buried buried
Buy(ক্রয় করা) bought bought
Believe(বিশ্বাস করা) believed believed
Can(পারা) could could
Call(ডাকা) called called
Carry(বহন করা) carried carried
Catch(ধরা) caught caught
Clean(পরিষ্কার করা) cleaned cleaned
Climb(আরোহণ করা) climbed climbed
Cry(কাঁদা) cried cried
Deal(ব্যবসা করা) dealt dealt
Dance(নাচা) danced danced
Die(মরা) died died
Dry(শুকানো) dried dried
Drown(ডুবে মরা) drowned drowned
Enjoy(উপভোগ করা) enjoyed enjoyed
Enter(প্রবেশ করা) entered entered
Expect(প্রত্যাশা করা) expected expected
Feed(খাওয়ানো) fed fed
Feel(অনুভব করা) felt felt
Fill(পূরণ করা/পূর্ণ করা) filled filled
Fell(ভুপাতিত করা) felled felled
Flee(পলায়ন করা) fled fled
Fight(যুদ্ধ করা) fought fought
Find(খুঁজে পাওয়া) found found
Flow(প্রবাহিত হওয়া) flowed flowed
Found(প্রতিষ্ঠিত করা) founded founded
Have(পাওয়া) had had
Hang(ফাঁসিতে ঝুলানো) hanged hanged
Hear(শোনা) heard heard
Help(সাহায্য করা) helped helped
Keep(রাখা) kept kept
Kill(হত্যা করা) killed killed
Lay(স্থাপন করা) laid laid
Laugh(হাসা) laughed laughed
Learn(শিক্ষা করা) learnt learnt
Leave(ত্যাগ করা) left left
Lend(ধার দেওয়া) lent lent
Lie(মিথ্যা বলা) lied lied
Like(পছন্দ করা) liked liked
Live(বাস করা) lived lived
Look(তাকানো) looked looked
Lose(হারানো) lost lost
Love(ভালোবাসা) loved loved
May(পারা) might might
Make(তৈরি করা) made made
Meet(সাক্ষাৎ করা) met met
Need(প্রয়োজনবোধ করা) needed needed
Play(খেলা করা) played played
Pull(টানা) pulled pulled
Quarrel(ঝগড়া করা) quarrelled quarrelled
Read(পড়া) read read
Say(বলা) said said
Sew(সেলাই করা) sewed sewed
Sell(বিক্রি করা) sold sold
Send(পাঠানো) sent sent
Shall should should
Show(দেখানো) Showed Showed
Sow(বপন করা) sowed sowed
Shoot(গুলি করা) shot shot
Sleep(ঘুমানো) slept slept
Smell(ঘ্রাণ নেওয়া) smelt smelt
Spell(বানান করা) spelt spelt
Spoil(নষ্ট করা) spoiled spoiled
Study(অধ্যয়ন করা) studied studied
Succeed(কৃতকার্য হওয়া) succeeded succeeded
Teach(শিক্ষা দেওয়া) taught taught
Tell(বলা) told told
Travel(ভ্রমণ করা) travelled travelled
Think(চিন্তা করা) thought ‘ thought
Understand(বুঝতে পারা) understood understood
Walk(হাঁটা) walked walked
Want(চাওয়া) wanted wanted
Weep(কাঁদা) wept wept
Will would would
Watch(পাহারা দেওয়া) watched watched
Wish(ইচ্ছা করা) wished wished
ব্যতিক্রমঃ
Present, past, ও Past Participle এর ক্ষেত্রে নিচের Verb গুলোর কোন পরিবর্তন হয় না।
Present Past Past Participle
Bet(বাজি রাখা) bet bet
Burst(ফেটে পড়া) burst burst
Cut(কাটা) cut cut
Cast(নিক্ষেপ করা) cast cast
Cost(খরচ লাগা) cost cost
Hit(আঘাত করা) hit hit
Hurt(আঘাত করা) hurt hurt
Let(দেওয়া) let let
Put(রাখা) put put
Rid(যুক্ত করা) rid rid
Set(স্থাপন করা) set set
Shed(ঝরানো) shed shed
Shut(বন্ধ করা) shut shut
Spit(থুথু ফেলা) spit spit
Spread(বিস্তার করা) spread spread
Thrust(ঠেসে ধরা) thrust thrust
বন্ধুরা, এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ Amarload.com এর সাথে থাকার জন্য।