শাওমি রেডমি নোট ১১: (Xiaomi Redmi Note 11) ফুল রিভিউ

শাওমি রেডমি নোট ১১ (Xiaomi Redmi Note 11) স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেছে। ডিভাইসটি দর্শকদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
শাওমি রেডমি নোট ১১ ফুল রিভিউ

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমরা জানেবো, শাওমি রেডমি নোট ১১ (Xiaomi Redmi Note 11) রিভিউ এবং বাংলাদেশে দাম কত? বিস্তারিত আলোচনা করবো। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের টপিক।

বাংলাদেশে শাওমি রেডমি নোট ১১ এর দাম (Xiaomi Redmi Note 11 price in Bangladesh)

বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন, সম্প্রতি শাওমি রেডমি নোট ১১ (Xiaomi Redmi Note 11) স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেছে। বাজারে ছাড়ার পর এই ডিভাইসটি দর্শকদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাংলাদেশের বাজারে Xiaomi Redmi Note 11 এর দাম রাখা হয়েছে ৪/৬৪ জিবি ১৬,৪৯৯ টাকা, ৪/১২৮ জিবি ১৭,৯৯৯ টাকা এবং ৬/১২৮জিবি ১৮,৯৯৯। বর্তমানে এই ফোনটি অনলাইনেও ক্রয় করতে পারবেন।

শাওমি রেডমি নোট ১১ এর ডিজাইন এবং ডিসপ্লে

শাওমি রেডমি নোট ১১ এর দাম অনুসারে ফোনটির ডিজাইন এবং ডিসপ্লে ভালোই বলা চলে। ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.43" অ্যামোলেড স্ক্রিন এবং ৯০ হার্জ রিফ্রেশ রেট যা এখন পর্যন্ত এই বাজেটে কোনো অফিসিয়াল স্মার্টফোনে পাওয়া যায়নি। Xiaomi Redmi Note 11 ফোনের সামনে পাঞ্চ-হোল ডিসপ্লেতে যা রিতিমতো ফোনটির সাথে শোভা পেয়েছে।

বন্ধুর শাওমি রেডমি নোট ১১ দাম অনুসারে অনেক ভালো কিছু অফার করছে। এই স্মার্টফোনটি বাজেট ফোন। এর দাম বিবেচনায় ডিজাইন এবং ডিসপ্লে মানানসই বলা চলে।

শাওমি রেডমি নোট ১১ ক্যামেরার তথ্য (Xiaomi Redmi Note 11 Camera Information)

Xiaomi Redmi Note 11 আপনাকে আপনার মুহূর্তগুলি ক্যাপচার করার সুযোগ দেবে কারণ এই ডিভাইসটি পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটাপ। মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড, বাকি দুইটা ২ মেগাপিক্সেল করে ম্যাক্রো ও ডেপথ সেন্সর। এতে করে আপনি আপনার পছন্দ মতো ছবি তুলতে বা ভিডিও করতে পারবেন।

পিছনের ক্যামেরা সেটআপ আপনাকে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত ধরার জন্য সন্তুষ্ট করবে। এছাড়াও, সেলফির জন্য সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এক্ষেত্রে ফোনের দাম বিবেচনায় ভালোই বলা চলে।

শাওমি রেডমি নোট ১১ পারফরম্যান্স

শাওমি রেডমি নোট ১১ এর পক্ষ থেকে সবচেয়ে গুরত্বপূর্ণ পাওয়া হল এই স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 680 4G (6 nm) প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে করে আপনি পাবজি এবং ফ্রী ফায়ার এর মতো গেম কোন প্রকার ল্যাক ছাড়াই অনাসে খেলতে পাড়বেন। 

এছাড়াও আপনি শাওমি রেডমি নোট ১১ অধিক সময় ব্যবহার করতে পাড়বেন কোন প্রকার সমস্যা ছাড়া। Xiaomi Redmi Note 11 ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট যা স্মোথলী ব্যবহার করতে পাড়বেন।

শাওমি রেডমি নোট ১১ ব্যাটারি (Battery)

শাওমি সব সময় ব্যাটারি দিক দিয়ে বাজিমাত করে দিচ্ছে। তারা অন্যান্য ব্রান্ড এর থেকে ব্যাটারির ফিচার্স অনেক ভালো প্রদান করে থাকে।

এবারও তারা বাজিমাত করেছে শাওমি রেডমি নোট ১১ শক্তিশালী ব্যাটারি প্রদান করেছে এতে 5000mAh এর বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই বিশাল ব্যাটারিকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং।

এক নজরে দেখে নিন শাওমি রেডমি নোট ১১ এর ফুল স্পেসিফিকেশন

শাওমি রেডমি নোট ১১

ওপ্পো A76 ফুল স্পেসিফিকেশন

প্রথম রিলিজ February 9, 2022
কালার Graphite Gray, Pearl White, Star Blue
  কানেক্টিভিটি
নেটওয়ার্ক 2G, 3G, 4G
সিম Dual Nano SIM
WLAN ✅ dual-band, Wi-Fi Direct, hotspot
ব্লুটুথ ✅ v5.0, A2DP, LE, aptX HD
জিপিএস ✅ A-GPS, GLONASS, GALILEO, BDS
রেডিও
ইউএসবি v2.0
ওটিজি
ইউএসবি টাইপ-সি
এনএফসি ✅ (Market dependent)
  বডি
স্টাইল Punch-hole
মেটেরিয়াল Gorilla Glass 3 front, plastic body
ওয়াটার রেসিস্টেন্স
ডিমেনশন্স 159.9 x 73.9 x 8.1 millimeters
ওয়েট 179 grams
  ডিসপ্লে
সাইজ 6.43 inches
রিসোলিউশন Full HD+ 1080 x 2400 pixels (409 ppi)
টেকনোলজি AMOLED Touchscreen
প্রটেকশন ✅ Corning Gorilla Glass 3
ফিচারস 90Hz refresh rate, 1000 nits max. brightness
  ব্যাক ক্যামেরা
রিসোলিউশন Quad 50+8+2+2 Megapixel
ফিচারস PDAF, LED flash, f/1.8, 1/2.76″, 0.64µm, ultrawide, macro, depth & more
ভিডিও রেকর্ডিং Full HD (1080p)
  ফ্রন্ট ক্যামেরা
রিসোলিউশন 13 Megapixel
ফিচারস F/2.5, HDR, 1/3.06″, 1.12µm & more
ভিডিও রেকর্ডিং Full HD (1080p)
  ব্যাটারী
টাইপ এন্ড ক্যাপাসিটি Lithium-polymer 5000 mAh (non-removable)
ফাস্ট চার্জিং ✅ 33W Quick Charge 3+ (100% in 60 min)– Power Delivery 3.0
  পারফরমেন্স
অপারেটিং সিস্টেম Android 11 (MIUI 13)
চিপসেট Qualcomm Snapdragon 680 4G (6 nm)
র‌্যাম 4/6 GB
প্রসেসর Octa core, up to 2.4 GHz
জিপিইউ Adreno 610
  স্টোরেজ
রম 64/128 GB (UFS 2.2)
মাইক্রোএসডি স্লট ✅ Dedicated slot 
  সাউন্ড
3.5mm Jack
ফিচারস Loudspeaker (stereo speakers), 24-bit/192kHz audio
  সিকিউরিটি
ফিঙ্গারপ্রিন্ট ✅ Side-mounted
ফেস আনলক
  অন্যান্য
নোটিফিকেশন লাইট
সেনসর Fingerprint, Accelerometer, Proximity, E-Compass
Manufactured by Xiaomi
মেড ইন Bangladesh
সার ভ্যালু

সর্বশেষ কিছু কথা

বন্ধুরা শাওমি রেডমি নোট ১১ (Xiaomi Redmi Note 11) ফুল রিভিউ সম্পর্কে জানলাম। বন্ধুরা কোথাও যদি বুঝতে না পাড়েন তাহলে কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ‍Amarload.com এর সাথে থাকার জন্য।

আরও পড়ুন:

About the Author

I am a web designer. I blogging regularly. I try to write this blog in my spare time. I would be grateful if you could master something from this blog of mine.
Lyrics Amarload I work for blogger practice and for the experience I work on this website…

Post a Comment

আমার পোস্ট পড়ে যদি ভালো লাগে আপনার সুচিন্তিত মতামত জানাবেন, আর ভালো না লাগলে কোন বিষয়ে ভালো লাগে নাই তা বিস্তারিত লিখবেন, আশা করি উত্তর পাবেন।
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.