ভাবসম্প্রসারণ: লোভে পাপ পাপে মৃত্যু

প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের সাথে লোভে পাপ পাপে মৃত্যু ভাবসম্প্রসারণ নিয়ে আলোচনা করবো। আপনারা হয়তো জানেন এই ভাবসম্প্রসারণ কম বেশি সব পরীক্ষাতেই আসে। তাই ভাবসম্প্রসারণ পড়া খবুই গুরুত্বপূর্ণ। যেকোন প্রকারের ভাবসম্প্রসারণ আমাদের ওয়েবসাইটে পাবেন। যাই হোক, চলুন আর দেরি না করে শুরু করি আজকের টপিক।
লোভে পাপ পাপে মৃত্যু ভাবসম্প্রসারণ

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম!

লোভে পাপ পাপে মৃত্যু ভাবসম্প্রসারণ

ভাবসম্প্রসারণ: মানবজীবনে লোভকে নিয়ন্ত্রণ করতে না পারলে পাপ-পঙ্কিলতা থেকে দূরে রাখা যায় না। ফলে মানুষ ধ্বংসের দিকে ধাবিত হয়।
ভোগের দুর্দমনীয় বাসনাই হল লোভ। ভোগের ইচ্ছা থেকেই লোভের উৎপত্তি। লোভ মানুষকে তার সামর্থ্যের বাইরে ঠেলে দেয়। লোভের প্রভাবে মানুষ জ্ঞান ও বিবেকশূন্য হয় এবং সে কর্তব্য কর্ম ভুলে যায়। সে হয় অন্ধ, ভাল-মন্দ বিচার করার ক্ষমতা তার থাকে না। পৃথিবীতে নানা ধরনের লোভ রয়েছে, যেমন- ক্ষমতার লোভ, ধন-ঐশ্বর্যের লোভ, নারীর লোভ, খ্যাতির লোভ ইত্যাদি। 

তবে যে কোন ধরনের লোভই মানুষকে ধ্বংস করে দিতে পারে। টাকা বা অর্থের লোভ অতি ভয়ঙ্কর। অর্থের লোভ এমন এক ধরনের মোহ যা মানুষকে পাগল করে দেয়। লোভের জন্য মানুষ তার বিবেককে বিসর্জন দিয়ে যে কোন পাপকর্ম করতে কুন্ঠা বোধ করে না।

পাপই তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। অপরদিকে নারীর প্রতি লোভ মানুষকে পশুতে পরিণত করে। লোভের কারণেই মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে। লোভ বিষধর কাল সাপের মতো মানুষকে ছোবল দেয় এবং এর বিষক্রিয়ায় সে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মানুষের ক্ষমতার প্রতি এতই লোভ হয় যে, যেকোন উপায়েই হোক না কেন সে সমাজের সর্বোচ্ছ ক্ষমতার আসনে অধিষ্ঠিত হতে চাই। আর এর জন্য সে বহুবিধ পাপ কর্মে লিপ্ত হয়। 

ইতিহাসে দিকে নজর দিলে বহু পাওয়া যায়। লোভ থেকেই জন্মলাভ করে হিংসা, অহংকার, ও বিদ্বেষ। ব্যক্তির জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অশান্তি ডেকে আনে এই লোভ। একমাত্র নির্লোভী মানুষ অন্যায়, অত্যাচার, পাপচার ও আসক্তি থেকে মুক্ত থাকেন। যার ফলে সে সত্য সুন্দর জীবন লাভ করে। সে সকলের শ্রদ্ধা ও ভক্তির পাত্র। অন্যদিকে লোভী মানুষের চাওয়া পাওয়া বেশি। তার সুখ নেই, শান্তি নেই। লোভ তার দেহ ও মনকে গ্রাস করে। সুতরাং লোভের মতো পাপ আর নেই। তাই বলা হয় “লোভে পাপ পাপে মৃত্যু”।

পরিশেষে বলা যায়, লোভের মতো এত বড় জঘন্য জিনিস পৃথিবীতে দ্বিতীয় আর কিছু নেই। তাই প্রতিটি মানুষের উচিত লোভ-লালসা পরিহার করা এবং সৎপথে ফিরে আসা।

লোভে পাপ পাপে মৃত্যু ভাবসম্প্রসারণ Class 6, 7, 8, 9, 10 | JSC, SSC, HSC

মূলভাবঃ লোভ মানুষকে অপরাধমূলক কাজে প্ররোচিত করে। যার ফলে মানুষ ধ্বংসের অতলে ডুবে যাই।

সম্প্রসারিতভাবঃ কোন কিছু লাভ করার যে দুর্দমনীয় বাসনা, তাকে লোভ বলে। মানব জীবনে ছয়টি রিপু দ্বারা গঠিত। যথা- কাম, লোভ, ক্রোধ, মোহ, মদ ও মাৎসর্য। আর এই ছয়টি রিপুর মধ্যে সবচেয়ে জঘন্যতম রিপু হলো লোভ। এ লোভ মানুষকে অন্ধ করে এবং তার বিবেক বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। লোভ মানুষের পরম শত্রু।

লোভের বশবর্তী হয়েই মানুষ জীবনের সর্বনাশ ডেকে আনে। এক পর্যায়ে সে হয়ে ওঠে পশুর মতো। অপরদিকে নির্লোভ ব্যক্তি পাপচারমুক্ত সত্য সুন্দর জীবন লাভ করে। সকলের ভক্তি শ্রদ্ধা লাভ করে। লোভী ব্যক্তি ঘৃণার পাত্রে পরিণত হয়। সমাজে সবাই তাকে ঘুণা করে, ফলে সে মৃত্যুর মুখোমুখি হয়।

ঈশপের গল্প থেকে আমরা ভালো শিক্ষা পেতে পারি। সে খুব তারাতারি ধনি হতে চেয়েছিল। সে লোভের কারণে হাঁসটিকে হারিয়েছিল, যে হাঁসটি প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম দিত। সুতরাং একথা মনে রাখা একান্ত প্রয়োজন যে, আমাদের জীবনে ধৈর্য ধারণ করা উচিত। ধনসম্পদ, ক্ষমতা, বিলাসিতা কোনকিছুর লোভ করা যাবে না। তাহলেই জীবন সুন্দর হবে এবং সেই সাথে জাতি, সমাজ, রাষ্ট্রও সুন্দর হবে।

পরিশেষে বলা যায়, লোভের মতো এত বড় জঘন্য জিনিস পৃথিবীতে আর কিছু নেই। লোভ মৃত্যুকে ভয় করে না। মৃত্যু তার কাছে তুচ্ছ মনে হয়। সুতরাং লোভের জন্য মানুষ আত্মমর্যাদা বিসর্জন দেয়। তাই লোভকে বর্জন করতে হবে। তবেই জীবন সুন্দর ও সার্থক হবে।

ভাবসম্প্রসারণ লোভে পাপ পাপে মৃত্যু পিডিএফ (Pdf)

শিক্ষার্থী ভাই ও বোনেরা- আপনারা অনেকে পিডিএফ ফাইল খুজে থাকেন। তাই আপনাদের পড়াশোনার সুবিধার জন্য নিচে লোভে পাপ পাপে মৃত্যু ভাবসম্প্রসারণটির পিডিএফ ফাইল দেওয়া হয়েছে। সেখান থেকে ডাউনলোড করে যে কোন সময় আপনি পড়তে পারেন।

লোভে পাপ পাপে মৃত্যু ভাবসম্প্রসারণ.pdf 57kb

ভাবসম্প্রসারণ নিয়ে কিছু কথা

আমাদের এই আর্টিকেলে দুইটা ভাব-সম্প্রসারণ দেওয়া হয়েছে। এর মধ্যে যে ভাবসম্প্রসারণটি সহজ মনে হয় সেইটি পড়তে বা লিখে নিতে পারেন। তবে সব সময় চেষ্টার করবেন ভাবসম্প্রসারণ ঢালায় লেখার জন্য। আশা করি বুঝতে পারছেন।


বন্ধুরা এই টপিকটি পুরোটা পড়ার জন্য অনেক ধন্যবাদ, যদি এই টপিকের কোনকিছু বুঝতে না পাড়েন তাহলে নিচে কমেন্ট করুন। আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের যদি নতুন কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আমরা আপনাদের সেই বিষয়ে জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ Amarload এর সাথে থাকার জন্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url