সঠিক তথ্য: বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি - বিভাগের নামসহ
  আপনি কি জানতে চান
  বাংলাদেশের বিভাগ কয়টি
  ও কি কি ? তাহলে আপনি সঠিক জায়গায় চলে এসেছেন। আপনারা হয়তো অনেকেই কম বেশি জানেন
  বাংলাদেশের বিভাগ কয়টি ? আর যারা এই সম্পর্কে জানেন না তারা আজকে আমাদের
  ব্লগের মাধ্যমেই জানতে পারবেন।
  নমস্কার! সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। 🥰আপনাদের
  আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের টপিকে আপনাকে স্বাগত!
  আমারলোড ব্লগে
  প্রযুক্তিগত আপডেট থাকতে
  গুগল নিউজে ★ Follow
  করুন।
বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি
  বাংলাদেশের বিভাগ কয়টি এই সম্পর্কে গত ব্লগপোস্টে জানার চেষ্টা করেছিলাম।
  এখন আপনাদের সাবিধারতে সহজ ভাষায় আবারো জানাবো।
  বর্তমানে বাংলাদেশে বিভাগ ৮টি। নিচে
  ৮টি বিভাগের লিস্ট
  দেওয়া হলো -
১. ঢাকা বিভাগ
২. ময়মনসিংহ বিভাগ
৩. চট্টগ্রাম বিভাগ
৪. বরিশাল বিভাগ
৫. খুলনা বিভাগ
৬. রাজশাহী বিভাগ
৭. রংপুর বিভাগ
৮. সিলেট বিভাগ
  এছাড়াও ভবিষ্যতে নতুন দুটি বিভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রস্তাবিত
  ২টি বিভাগের মধ্যে ১. পদ্মা বিভাগ ২. মেঘনা বিভাগ। এই দুটি
  বিভাগ ধরে মোট ১০টি বিভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
  [ তবে
  পদ্মা বিভাগ
  হলে প্রস্তাবনা অনুসারে, বর্তমান ঢাকা বিভাগ থেকে আলাদা হয়ে ফরিদপুর, গোপালগঞ্জ,
  রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর এই পাঁচটি জেলা নিয়ে পদ্মা বিভাগ নামে
  প্রতিষ্ঠিত হবে। 
  অন্যদিকে
  মেঘনা বিভাগ
  হলে এর সদরদপ্তর হবে কুমিল্লা শহর। প্রস্তাবিত এই বিভাগ কুমিল্লা,
  নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এবং লক্ষ্মীপুর নিয়ে গঠিত হবে। ]
  (সূত্র: উইকিপিডিয়া)
|   | 
| বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি | 
বাংলাদেশর বিভাগ প্রতিষ্ঠান সাল
| বিভাগ | সাল | 
|---|---|
| ঢাকা বিভাগ | ১৮২৯ | 
| ময়মনসিংহ বিভাগ | ২০১৫ | 
| চট্টগ্রাম বিভাগ | ১৮২৯ | 
| বরিশাল বিভাগ | ১৯৯৩ | 
| খুলনা বিভাগ | ১৯৬০ | 
| রাজশাহী বিভাগ | ১৮২৯ | 
| রংপুর বিভাগ | ২০১০ | 
| সিলেট বিভাগ | ১৯৫৪ | 
এক নজরে দেখে নিন বাংলাদেশের বিভাগ ও জেলা সমূহ
- ঢাকা বিভাগ - কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর।
- ময়মনসিংহ বিভাগ - জামালপুর, নেত্রকোণা, ময়মনসিংহ, শেরপুর।
- চট্টগ্রাম বিভাগ - কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, লক্ষ্মীপুর।
- বরিশাল বিভাগ - ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ভোলা।
- খুলনা বিভাগ - কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা।
- রাজশাহী বিভাগ - চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ।
- রংপুর বিভাগ - কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট।
- সিলেট বিভাগ - মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ।
|   | 
| বাংলাদেশের বিভাগ কয়টি (উইকিপিডিয়া) | 
FAQ - বাংলাদেশের বিভাগ কয়টি ২০২৩
১. বাংলাদেশের ৮ টি বিভাগের নাম কি কি?
  উত্তরঃ বাংলাদেশের ৮টি বিভাগের নাম হল- ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ,
  চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, সিলেট
  বিভাগ।
২. ঢাকা বিভাগের জেলা কয়টি ও কি কি?
  উত্তরঃ ঢাকা বিভাগে মোট ১৩টি জেলা রয়েছে। সেগুলো
  হল কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ,
  ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর।
৩. বাংলাদেশের নতুন বিভাগ কোনটি?
  উত্তরঃ বাংলাদেশ নতুন ২টি বিভাগ হওয়ার প্রস্তাবনা রয়েছে। একটি হলো মেঘনা
  এবং অপরটি হলো পদ্মা বিভাগ। তবে বর্তমানে ঢাকা বিভাগ থেকে আলাদা
  হয়ে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর এই পাঁচটি বিভাগ
  নিয়ে পদ্মা বিভাগ গঠিত হবে।
সর্বশেষ কিছু কথা
  আজকের ব্লগে আমরা জানতে পারলাম বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি। এছাড়াও আমরা বাংলাদেশের প্রস্তাবিত নতুন বিভাগে নিয়ে উপরের বিস্তারিত আলোচনা
  করা হয়েছে।
  যদি এই ব্লগটি আপনাদের বিন্দুমাত্র কাজে লেগে থাকে বা উপকারে আসে তবেই আমাদের
  স্বার্থকতা। আপনাদের তথ্যের প্রয়োজন মেটাতে আমরা ব্লগিংয়ে নিযুক্ত।
  পরিচিত কাউকে এই তথ্য জানাতে শেয়ার করুন। আমারলোড ব্লগে এডুকেশন,
  জব সার্কুলার, ফ্রীল্যান্সিং, ও
  তথ্যমূলক
  ব্লগ পোস্টগুলি প্রচার করে থাকে। আরও জনপ্রিয় ব্লগ পড়তে নীচে স্ক্রোল করুন।
.png) 
