তথ্যমূলক: বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি ?

বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি এই বিষয়ে অনেকে অবগত রয়েছেন আবার অনেকেই জানেন না। আজকে আমি আপনাদের এই পোস্টের মাধ্যমে জানিয়ে দিবো বাংলাদেশর সবচেয়ে বড় জেলা কোনটি এবং সেই জেলা সম্পর্কিত সকল তথ্য। 
বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি

নমস্কার! সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। 🥰আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের টপিকে আপনাকে স্বাগত! আমারলোড ব্লগে প্রযুক্তিগত আপডেট থাকতে গুগল নিউজে ★ Follow করুন।

বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি

বাংলাদেশ ছোট একটি দেশ। এই দেশ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে সমারহ। তেমনি ভ্রমণ পিপাশুদের একটি অন্যতম দর্শনীয় স্থান হলো রাঙ্গামাটি। বাংলাদেশর সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। রাঙ্গামাটি জেলা বাংলাদেশর দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। এটি একটি পার্বত্য জেলা। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম জেলা এটি।

রাঙ্গামাটি জেলার মোট আয়তন হলো ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার। যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বৃহত্তম জেলা হিসেবে পরিচিত।

রাঙ্গামাটি জেলার জনসংখ্যা

উপরে আমরা জনলাম বাংলাদেশর সবচেয় বড় জেলা কোনটি ? এবার আমরা জনবো রাঙ্গামাটি জেলার জনসংখ্যা বিষয়ে।

রাঙ্গামাটি জেলার মোট জনসংখ্যা (২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী) ৬,২০,২১৪ জন। পুরুষ ৩,২৫,৮২৩ জন এবং মহিলা ২,৯৪,৩৯১ জন। রাঙ্গামাটি জেলার জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১০১ জন।
ধর্ম বিশ্বাস - ২০১১ ধর্মের(%)
হিন্দু ৫.৩০%
মুসলিম ৩৬.৮২%
বৌদ্ধ ৫৬.০৬%
খ্রিস্টান এবং অন্যান্য ধর্ম ১.৮২%

এই জেলার মোট জনসংখ্যার ৩৬.৮২% মুসলিম, ৫.৩০% হিন্দু, ৫৬.০৬% বৌদ্ধ এবং ১.৮২% খ্রিষ্টান ও অন্যান্য ধর্মাবলম্বী। এছাড়াও রাঙ্গামাটি জেলায় মারমা, চাকমা, বম, চাক, মুরং, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, খুমি, লুসাই, খেয়াং, পাংখোয়া, ম্রো, মণিপুরী, সাঁওতাল প্রভৃতি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বসবাস।

রাঙ্গামাটি জেলার অবস্থান ও সীমানা

রাঙ্গামাটি জেলা ২২০- ২৭'' ও ২৩০- ৪৪'' উত্তর অক্ষাংশ এবং ৯১০- ৫৬'' ও ৯২০- ৩৩'' পূর্বদ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। 

রাঙ্গামাটির উত্তরে ভারতের ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণে বান্দরবান, পূর্বে মিজোরাম ও পশ্চিমে চট্রগ্রাম ও খাগড়াছড়ি। এছাড়াও রাঙ্গামাটি জেলা আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা। বাংলাদেশের মধ্যে একমাত্র জেলা, যার সাথে ভারত ও মায়ানমার দুটি দেশেরই আন্তর্জাতিক সীমানা রয়েছে।

রাঙ্গামাটি জেলার ইতিহাস

তিনটি পার্বত্য অঞ্চল নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয় ১৮৬০ সালের ২০জুন। তিনটি হলো- রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। রাঙ্গামাটি জেলা সৃষ্টির পূর্বে নাম ছিল কার্পাস মহল। 

১৯৮১ সালে পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে বান্দরবান এবং ১৯৮৩ সালে খাগড়াছড়িকে পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙ্গামাটি পার্বত্য জেলা হিসাবে আত্মপ্রকাশ করে।

রাঙ্গামাটি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী রাজস্ব আদায় ব্যবস্থায় "চাকমা সার্কেল চীফ" এর পদ বিদ্যমান। চাকমা সার্কেল চীফ প্রশাসনিক কাঠামোতে একজন রাজার ভূমিকা পালন করেন। চাকমা রাজা হলেন মনোনীত সাংবিধানিক চাকমা সার্কেল প্রধান।

রাঙামাটির জেলার প্রশাসনিক এলাকাসমূহ

রাঙ্গামাটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা। এটি তার মনোরম সুন্দর্য, পাহাড়ি অঞ্চল এবং বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের জন্য পরিচিত। জেলাটি কয়েকটি প্রশাসনিক এলাকায নিয়ে  বিভক্ত, প্রতিটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এখানে উল্লেখযোগ্য থানা সহ প্রশাসনিক অঞ্চল এবং তাদের নিজ নিজ এলাকা দেওয়া হলো।

রাঙ্গামাটি জেলায় সর্বমোট ১০টি উপজেলা রয়েছে। নিচে ১০টি উপজেলার নামসহ বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া হলঃ


১. রাঙামাটি সদর উপজেলা
আয়তন: প্রায় ৫৪৬.৪৯ বর্গ কিলোমিটার
এটি জেলার প্রধান প্রশাসনিক এলাকা এবং সদর দপ্তর হিসেবে কাজ করে।
থানা: কোতোয়ালী

২. কাপ্তাই উপজেলা 
আয়তন: প্রায় ২৫৯ বর্গ কিলোমিটার
বিখ্যাত কাপ্তাই হ্রদ, বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট হ্রদ এখানে অবস্থিত।
থানা: চন্দ্রঘোনা

৩. কাউখালী উপজেলা 
আয়তন: প্রায় ৩৩৯.২৯ বর্গ কিলোমিটার
প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ি ল্যান্ডস্কেপের জন্য পরিচিত।
থানা: কাউখালী

৪. লংগদু উপজেলা 
আয়তন: প্রায় ৩৮৮.৪৯ বর্গ কিলোমিটার
দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী রীতিতে সমৃদ্ধ।
থানা: লংগদু

৫. নানিয়ারচর উপজেলা
আয়তন: প্রায় ৩৯৩.৬৮ বর্গ কিলোমিটার
বিভিন্ন আদিবাসী সম্প্রদায় এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের আবাসস্থল।
থানা: নানিয়ারচর

৬. রাজস্থলী উপজেলা
আয়তন: প্রায় ১৪৫.০৪ বর্গ কিলোমিটার
অনন্য উপজাতীয় ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত।
থানা: রাজস্থলী

৭. বাঘাইছড়ি উপজেলা
আয়তন: প্রায় ১৯৩১.২৮ বর্গ কিলোমিটার
বিভিন্ন উদ্ভিদ, প্রাণী এবং আদিবাসী সম্প্রদায়ের একটি অঞ্চল।
থানা: সাজেক

৮. বরকল উপজেলা
আয়তন: প্রায় ৭৬০.৮৮ বর্গ কিলোমিটার
থানা: বরকল

৯. জুরাছড়ি উপজেলা
আয়তন: প্রায় ৬০৬.০৫ বর্গ কিলোমিটার
থানা: জুরাছড়ি

১০. কাপ্তাই উপজেলা
আয়তন: প্রায় ২৫৯ বর্গ কিলোমিটার
থানা: কাপ্তাই


রাঙ্গামাটি জেলার শিক্ষা ব্যবস্থা

রাঙ্গামাটি জেলার শিক্ষা ব্যবস্থা বিভিন্ন আদিবাসী সম্প্রদায় সহ এর বিভিন্ন জনগোষ্ঠীকে মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করেছে। নিচে রাঙামাটির শিক্ষা ব্যবস্থার একটি তালিকা দেওয়া হলো।

রাঙ্গামাটি জেলার সাক্ষরতার হার ৪৩.৬০%। এ জেলায় রয়েছে
  • মেডিকেল কলেজ : ১টি (সরকারি)
  • মাদ্রাসা : ১৫টি
  • কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান : ৭টি
  • বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ১টি
  • কলেজ : ১৬টি (২টি সরকারি)
  • মাধ্যমিক বিদ্যালয় : ৫১টি (৬টি সরকারি)
  • প্রাথমিক বিদ্যালয় : ৪১১টি
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয় : ২২টি

রাঙ্গামাটি জেলার দর্শনীয় স্থান

বাংলাদেশের রাঙ্গামাটি জেলার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত। এখানে রাঙামাটিতে দেখার মতো কিছু উল্লেখযোগ্য স্থানের তালিকা দেওয়া হল:

  • কাপ্তাই হ্রদ
  • রাজবন বিহার
  • ঝুলন্ত সেতু
  • সাজেক ভ্যালি
  • বগা হ্রদ
  • রাঙামাটি পর্যটন কমপ্লেক্স
  • পেদা টিং টিং
  • চাকমা রাজকীয় প্রাসাদ
  • আলুটিলা গুহা
  • কাপ্তাই জাতীয় উদ্যান
  • রাঙ্গামাটি উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট
  • পাহাড়ের পাশের চা বাগান

FAQ - বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি

১. আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
উত্তরঃ আয়তনের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। যার আয়তন ৬১১৬.১১ বর্গ কিলোমিটার বা ২৩৬১.০০ বর্গমাইল।

২. বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি ?
উত্তরঃ বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ। যার আয়তন ৬৮৩.১৪ বর্গ কিলোমিটার।

৩. রাঙ্গামাটি জেলার আয়তন কত?
উত্তরঃ রাঙ্গামাটি জেলার আয়তন ৬১১৬.১১ বর্গ কিলোমিটার বা ২৩৬১.০০ বর্গমাইল।

৪. ঢাকা থেকে রাঙ্গামাটির দূরত্ব কত?
উত্তরঃ ঢাকা এবং রাঙ্গামাটির মধ্যে দূরত্ব প্রায় ৩০৮ কিলোমিটার। 

৫. চট্টগ্রাম বিভাগের বৃহত্তম জেলা কোনটি ?
উত্তরঃ চট্টগ্রাম বিভাগের বৃহত্তম জেলা রাঙ্গামাটি।

সর্বশেষ কিছু কথা

আজকের ব্লগে আমরা জানতে পারলাম বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি ? এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আর্টিকেলে বিস্তারিত তুলে ধরেছি। 

তবে সাম্প্রতিক বছরগুলিতে, রাঙ্গামাটি টেকসই উন্নয়ন, অবকাঠামোর উন্নতি এবং এর আদিবাসী সম্প্রদায়ের অনন্য সংস্কৃতি সংরক্ষণের প্রচেষ্টা দেখেছে। জেলার প্রাকৃতিক সৌন্দর্য, এর পাহাড়, হ্রদ এবং রসালো প্রাকৃতিক দৃশ্য এটিকে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে


যদি এই ব্লগটি আপনাদের বিন্দুমাত্র কাজে লেগে থাকে বা উপকারে আসে তবেই আমাদের স্বার্থকতা। আপনাদের তথ্যের প্রয়োজন মেটাতে আমরা ব্লগিংয়ে নিযুক্ত। পরিচিত কাউকে এই তথ্য জানাতে শেয়ার করুন। আমারলোড ব্লগে এডুকেশন, জব সার্কুলার, ফ্রীল্যান্সিং, ও তথ্যমূলক ব্লগ পোস্টগুলি প্রচার করে থাকে। আরও জনপ্রিয় ব্লগ পড়তে নীচে স্ক্রোল করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url