লোকাল বোর্ড কী । লোকাল বোর্ড বলতে কী বুঝ

লোকাল বোর্ড কী । লোকাল বোর্ড বলতে কী বুঝ
লোকাল বোর্ড কী । লোকাল বোর্ড বলতে কী বুঝ

লোকাল বোর্ড কী । লোকাল বোর্ড বলতে কী বুঝ

  • অথবা, লোকাল বোর্ড সম্পর্কে সংক্ষেপে লেখ।

উত্তর ভূমিকা : লর্ড রিপনের সংস্কার প্রস্তাব দ্বারা প্রভাবিত হয়ে ১৮৮৫ সালে বঙ্গীয় স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রবর্তন করা হয়েছিল । 

১৮৮৫ সালের বঙ্গীয় স্থানীয় স্বায়ত্তশাসন আইনের মাধ্যমে স্থানীয় সরকারের তিনটি স্তর করা হয়। যথা: ইউনিয়ন কমিটি, লোকাল বোর্ড ও জেলা বোর্ড। 

লোকাল বোর্ড মূলত জেলা বোর্ডের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করতো। একজন জেলা প্রকৌশলী লোকাল বোর্ডের কার্যাবলি তদারকি করতেন।

লোকাল বোর্ড : মূলত মহকুমা পর্যায়ে স্থানীয় স্বায়ত্তশাসন শুরু হয়েছিল লোকাল বোর্ড গঠনের মাধ্যমে। লোকাল বোর্ড হলো ১৮৮৫ সালের বঙ্গীয় স্থানীয় স্বায়ত্তশাসন আইনের আলোকে স্থানীয় সরকার কাঠামোর দ্বিতীয় স্তর । 

লোকাল বোর্ডের সীমিত ক্ষমতা ছিল। সরকার কর্তৃক লোকাল বোর্ডের সদস্য নির্ধারণ করা হতো। সাধারণত লোকাল বোর্ডের সদস্য সংখ্যা ৬–৩০ এর মধ্যে হতো। 

লোকাল বোর্ডের মোট সদস্যের এক-তৃতীয়াংশ সরকার কর্তৃক এবং দুই-তৃতীয়াংশ ভোটের মাধ্যমে নির্বাচিত হতো ।

সদস্য হওয়ার শর্তসমূহ : লোকাল বোর্ডের সদস্য হওয়ার জন্য কতিপয় শর্ত ছিল । যথা :

১. লোকাল বোর্ডের অধীনস্থ এলাকায় বসবাসকারী পুরুষ নাগরিক হতে হবে।

২. বাৎসরিক অন্তত ৫ টাকা কর প্রদানের সামর্থ্য থাকতে হবে।

৩. জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ৫০ টাকা জমাপূর্বক প্রতিদ্বন্দ্বিতা করতে হতো।

লোকাল বোর্ডের গঠন : লোকাল বোর্ডের সদস্য সংখ্যা সরকার কর্তৃক নির্ধারিত হতো। এছাড়া লোকাল বোর্ডে থাকতো-

১. লোকাল বোর্ডের সদস্যদের মধ্য থেকে সদস্যদের দ্বারা নির্বাচিত একজন চেয়ারম্যান।

২. কমিশনারের অনুমোদন গ্রহণের মাধ্যমে চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করতেন ।

৩. বোর্ডের সদস্যদের দ্বারা নির্বাচিত একজন ভাইস চেয়ারম্যান ।

৪. কমিশনারের হাতে ভাইস চেয়ারম্যান নিয়োগ ও অপসারণের ক্ষমতা থাকতো।

কার্যাবলি :

১. লোকাল বোর্ড মূলত জেলা বোর্ডের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করতো ।

২. বিভিন্ন জনকল্যাণমূলক কাজ সম্পাদন করতো। দিতি শীত

৩. জেলা বোর্ড হতে প্রাপ্ত অর্থ দিয়ে রাস্তাঘাট তৈরি ও সংস্কার, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, স্কুল-মক্তব স্থাপন ইত্যাদি। 

৪. লোকাল উন্নয়নমূলক কাজ করার জন্য প্রথমে একবছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হতো।

৫. একজন জেলা প্রকৌশলী লোকাল বোর্ডের কার্যাবলি তদারকি করতেন এবং লোকাল বোর্ডের অর্থপ্রাপ্তি প্রকৌশলীর রিপোর্টের ওপর নির্ভর করতো ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, লোকাল বোর্ড ছিল মহকুমা পর্যায়ের স্থানীয় প্রশাসন। লোকাল বোর্ড একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান এবং সরকার কর্তৃক নির্ধারিত সংখ্যক সদস্যের সমন্বয়ে গঠিত হতো । 

লোকাল বোর্ড জেলা বোর্ড হতে প্রাপ্ত অর্থ দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পাদন করতো। কিন্তু কার্যকরী ক্ষমতা মহকুমা প্রশাসকের হাতে থাকায় এটি তেমন কোনো সফলতা অর্জন করতে পারেনি। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url