জেলা বোর্ড কী । জেলা বোর্ড সম্পর্কে সংক্ষেপে লেখ

জেলা বোর্ড কী । জেলা বোর্ড সম্পর্কে সংক্ষেপে লেখ
জেলা বোর্ড কী । জেলা বোর্ড সম্পর্কে সংক্ষেপে লেখ

জেলা বোর্ড কী । জেলা বোর্ড সম্পর্কে সংক্ষেপে লেখ

  • অথবা, জেলা বোর্ড বলতে কী বুঝায়?

উত্তর ভূমিকা : স্বাধীনতা অর্জনের পরপরই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার স্থানীয় স্বায়ত্তশাসনকে সুসংগঠিত করার পরিকল্পনা নেন। 

তার সরকার পাকিস্তান আমলের মৌলিক গণতন্ত্রের স্থানীয় সরকার কাঠামো বিলুপ্ত ঘোষণা করেন। তৎকালীন সরকার স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নাম পরিবর্তন করেন। 

কিন্তু প্রকৃত ব্যবস্থাপনাটা মৌলিক গণতন্ত্রের কাঠামোর অনুরূপই ছিল । সরকার পাকিস্তান আমলের জেলা কাউন্সিলের নাম পরিবর্তন করে জেলা বোর্ড নামকরণ করেছিল ।

জেলা বোর্ড : বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর এক আদেশ বলে মৌলিক গণতন্ত্রের আমলের সকল স্থানীয় সরকারের স্তরকে বাতিল ঘোষণা করা হয় । 

জেলা বোর্ড ছিল মূলত পাকিস্তানি আমলে মৌলিক গণতন্ত্রের স্থানীয় সরকার কাঠামোর জেলা কাউন্সিলের পরিবর্তিত নাম। 

জেলা বোর্ড নামকরণ করা হয়েছিল ১৯৭২ সালের ২৮ এপ্রিল। তৎকালীন সরকার এক ঘোষণার মাধ্যমে এ নাম পরিবর্তন করে ।

গঠন : এ ঘোষণার মাধ্যমে জেলা বোর্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল জেলা প্রশাসককে। জেলা প্রশাসক জেলা বোর্ডের যাবতীয় কার্যাবলি তদারকি করতেন। জেলা বোর্ডে কোনো মনোনীত সদস্য এবং নির্বাচিত প্রতিনিধি ছিল না। 

সেক্রেটারি জেলা প্রশাসকের অনুমতিক্রমে জেলা বোর্ডের যাবতীয় কাজ পরিচালনা করতেন। জেলা বোর্ডের প্রশাসক ও সেক্রেটারি ছাড়া অন্য কোনো কমিটি ছিল না ।

জেলা প্রশাসন অ্যাক্ট ১৯৭৫ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করার পর ১৯৭৫ সালে জেলা প্রশাসন অ্যাক্ট জারি করেন। 

এ অ্যাক্টের মাধ্যমে বিভাগীয় স্তরকে বাতিল করা হয় এবং সকল মহকুমাকে জেলায় রূপান্তরের প্রচেষ্টা করা হয় । 

এছাড়াও জেলা প্রশাসকের পরিবর্তে জেলা গভর্নরকে জেলা বোর্ডের সকল দায়িত্ব অর্পণ করা হয়। এ অ্যাক্টের প্রধান বিষয়গুলো ছিল নিম্নরূপ :

ক. জেলা গভর্নর হবেন জেলা বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান ।

খ. জেলা গভর্নর শুধুমাত্র জেলা আদালত ছাড়া অন্য সব অফিসের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন ।

গ. জেলা গভর্নর সরকারের প্রতি অনুগত ও বাধ্য থাকবে ।

ঘ. জেলা ম্যাজিস্ট্রেট জেলা গভর্নরের অনুপস্থিতিতে গভর্নর হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।

মূলত এ অ্যাক্টের মাধ্যমে জেলা গভর্নরকে জেলা বোর্ডের প্রধান করে জেলা প্রশাসকের দায়িত্ব রহিত করা হয় ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, পাকিস্তানি আমলে মৌলিক গণতন্ত্রের অধীন জেলা কাউন্সিলকে স্বাধীনতাপরবর্তী সময়ে জেলা বোর্ড নামকরণ করা হয়েছিল। 

প্রথমদিকে জেলা প্রশাসক ছিলেন জেলা বোর্ডের প্রধান এবং তিনিই জেলা বোর্ডের যাবতীয় কার্যক্রম পরিচালনা করতেন। কিন্তু ১৯৭৫ সালের জেলা প্রশাসন অ্যাক্ট দ্বারা জেলা গভর্নরকে জেলা বোর্ডের প্রধান করা হয়েছিল । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url