স্থানীয় সরকারের অর্থ ব্যবস্থাপনা কি । স্থানীয় সরকারের অর্থ ব্যবস্থাপনা বলতে কী বুঝ
স্থানীয় সরকারের অর্থ ব্যবস্থাপনা কি । স্থানীয় সরকারের অর্থ ব্যবস্থাপনা বলতে কী বুঝ |
স্থানীয় সরকারের অর্থ ব্যবস্থাপনা কি । স্থানীয় সরকারের অর্থ ব্যবস্থাপনা বলতে কী বুঝ
- অথবা, স্থানীয় সরকারের অর্থ ব্যবস্থাপনা কী?
- অথবা, স্থানীয় সরকারের অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে যা জান লেখ ৷
উত্তর : ভূমিকা : স্থানীয় সরকার প্রবর্তনের মূল উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ের সকল সমস্যার সুষ্ঠু সমাধানের মাধ্যমে জনকল্যাণ নিশ্চিত করা। স্থানীয় সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে।
এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্যই মূলত আর্থিক ব্যবস্থাপনা প্রয়োজন হয় । আর্থিক ব্যবস্থাপনার জন্যই স্থানীয় সরকার খাতে বাজেট প্রয়োজন হয় ।
স্থানীয় সরকারের অর্থ ব্যবস্থাপনা : স্থানীয় সরকারের বহুবিধ কার্যাবলি দক্ষভাবে সম্পাদনের জন্য স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ ও তা সুষ্ঠুভাবে ব্যবহার ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণকে স্থানীয় সরকারের অর্থ ব্যবস্থাপনা বলা হয় ।
প্রামাণ্য সংজ্ঞা :
১. স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভাষ্য মতে, “স্থানীয় সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে অর্থের যোগান এবং ব্যয় প্রক্রিয়াকে স্থানীয় সরকার অর্থ ব্যবস্থাপনা বলে।”
অধ্যাপক সাব্বির আহমদের মতে, “স্থানীয় সরকার অর্থ ব্যবস্থাপনা বলতে স্থানীয় প্রশাসনের ঋণ, সরকারি সাহায্য বা আয়ব্যয়ের হিসাব, সংগৃহীত সমস্ত তহবিলের প্রশাসন, বাজেট প্রণয়ন প্রভৃতি কার্যক্রমকে বুঝায় ।”
সর্বোপরি, বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের ওপর প্রচুর কার্যাবলি সম্পাদনের দায়দায়িত্ব অর্পণ করা হয়েছে। এসব সম্পাদনের জন্য আবশ্যকীয় আর্থিক উৎস প্রয়োজন।
তাই স্থানীয় সরকারের অর্থ ব্যবস্থাপনা বলতে মূলত স্থানীয় সরকারের আয়ব্যয়ের হিসাবকে বুঝায়। আর্থিক যোগান ছাড়া যেমন সুষ্ঠু স্থানীয় প্রশাসন আশা করা যায় না তেমনি স্থানীয় প্রশাসন ব্যতীত আর্থিক যোগান সম্ভব নয়। অতএব, প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনা পরস্পর সম্পর্কযুক্ত।
বাংলাদেশের স্থানীয় সরকার নিম্নের খাতগুলো থেকে অর্থসংস্থান করে থাকে :
ক. ইউনিয়ন পরিষদ অর্থব্যবস্থা ব্যবস্থাপনা ।
খ. উপজেলা পরিষদ অর্থব্যবস্থা ব্যবস্থাপনা
গ. জেলাপরিষদ অর্থব্যবস্থা ব্যবস্থাপনা।
ঘ. পৌরসভা অর্থব্যবস্থা বা সিটি কর্পোরেশন অর্থব্যবস্থাপনা।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, স্থানীয় সরকারের আর্থিক ব্যবস্থাপনা বলতে স্থানীয় সরকারের আয়ব্যয়ের হিসাবকে বুঝায় ।
স্থানীয় সরকার প্রশাসন ব্যবস্থার সফলতা অনেকাংশে সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনার ওপর নির্ভর করে। তাই স্থানীয় সরকারের সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ।