Pronoun কাকে বলে? কত প্রকার ও কি কি? Pronoun চেনার উপায়?

হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি, সবাই খুব ভালো আছেন। আজকে ইংরেজি গ্রামারের Pronoun সম্পর্কে জানবো। Pronoun কাকে বলে? কত প্রকার ও কি কি? Pronoun চেনার উপায়?এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবেন নাহলে বুঝতে পাড়বেন না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।

Pronoun কাকে বলে? কত প্রকার ও কি কি? Pronoun চেনার উপায়?

Pronoun কাকে বলে?

Noun এর পরিবর্তে যে word ব্যবহার করা হয় তাকে Pronoun বলে।
যেমন:-
        Everybody likes him.
        He reads in class eight.

উপরের বাক্যগুলোতে him, He প্রভৃতি শব্দ এর পরিবর্তে অর্থ্যৎ Noun এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তাই এর সবাই Pronoun. এই ধরনের আরও অনেক Pronoun রয়েছে। যেমন:- ‍she, I, we, us, they your, them প্রভৃতি।

Pronoun কত প্রকার ও কি কি?

বাক্যে ব্যবহার অনুযায়ী Pronoun কে আট ভাগে ভাগ করা যায়।

1. Personal Pronoun. (ব্যক্তিবাচক সর্বনাম)
2. Demonstrative Pronoun. (নির্দেশক সর্বনাম)
3. Interrogative Pronoun. (প্রশ্নবোধক সর্বনাম)
4. Relative Pronoun. (সম্পর্কবাচক সর্বনাম)
5. Indefinite Pronoun. (অনির্দিষ্টমূলক সর্বনাম)
6. Distributive Pronoun. (স্বাতন্ত্রবাচক সর্বনাম)
7. Reflexive And Emthatic Pronoun. (আত্মবাচক বা ঝোকপ্রবন সর্বনাম )
8. Reciprocal Pronoun. (পরস্পর সম্পর্কবাচক সর্বনাম)

আসুন এখন বিস্তারিত জেনে নিই

1. Personal Pronoun কাকে বলে?
যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বাক্যে ব্যবহৃত হয়ে কে, কাকে, কি সম্বন্ধে বলতে বুঝায় তাকে Personal Pronoun বলে।
যেমন:-
        She is crying.
        He goes to school.

এখানে ‍She, He এগুলো সব ব্যক্তির পরিবর্তে ব্যবহার হয়েছে তাই এরা Personal Prononun. এছাড়া we, they, his, him, her, their, us, our, me, mine এগুলো সব Personal Pronoun.

2. Demonstrative Pronoun কাকে বলে?
যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুকেই নির্দেশ করে সে Pronoun কে Demonstrative Pronoun বলে।
যেমন:-
        This is my pen.
        These are kamal's balls.

এখানে This, These শব্দগুলো Pen, balls এর পরিবর্তে বসে আবার এদেরকেই নির্দেশ করছে। তাই এগুলো সব Demonstrative Pronoun.

3. Interrogative Pronoun কাকে বলে?
যে Pronoun দ্বারা Sentence এ কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন তাদেরকে  Interrogative Pronoun বলে।
যেমন:-
        Who are you?
        What is your name?

এখানে Who, What এই শব্দগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তাই এগুলো সব Interrogative Pronoun.

4. Relative Pronoun কাকে বলে?
যে Pronoun পূর্ববর্তী কোন Noun এর পরিবর্তে বসে দুটি Sentence এর মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে Relative Pronoun বলে।
যেমন:-
        I saw a boy who was playing.
        Do you know where he lives?

এখানে who, where এগুলো সব Relative Pronoun.

5. Indefinite Pronoun কাকে বলে?
যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট ভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে Indefinite Pronoun বলে।

Note: One, other, many, some, they, none, nought, several, few, another, both ইত্যাদি Indefinite Pronoun হিসেবে ব্যবহৃত হয়।
যেমন:-
        Anyone could solve this problem.
        Some of the students are injured.

এখানে ‍Sentence গুলোতে Some, Anyone ইত্যাদি Pronoun গুলো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝাচ্ছে তাই এগুলো Indefinite Pronoun.

6. Distributive Pronoun কাকে বলে?
যে Pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথক ভাবে বোঝাতে ব্যবহৃত হয় তাকে Distributive Pronoun বলে।
যেমন:-
        Each of the students has a pen.
        Either of the glasses is broken.

এখানে Each ও Either একাধিক বস্তু বা ব্যক্তির মাঝে প্রত্যেককে পৃথকভাবে বুঝাচ্ছে। এজন্য এগুলো Distributive Pronoun বলে।

7. Reflexive And Emphatic Pronoun কাকে বলে?
যখন Subject বা Object একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন Reflexive Pronoun ব্যবহার হয়।
যেমন:- 
        I myself saw him to do this.

Reflexive এবং Emphatic Pronoun এর ব্যবহার :

  • Reflexive Pronoun এর শেষে Self বা ‍Selves যুক্ত হয়।
  • Reflexive Pronoun, Verb অথবা Preposition  এর Object হিসেবে ব্যবহৃত হয়।
যেমন:- 
        Kamal is looking at (pre) himself.
  • Subject কারও সাহায্য ছাড়া নিজেই নিজের কাজ করছে এ রকম বোঝানোর জন্য Emphatic Pronoun ব্যবহৃত হয়।
যেমন:-
        The sinner himself admitted his guilt.
  • Subject একাই কাজ করছে এ রকম বোঝালে Reflexive Pronoun এর আগে by বসে।
যেমন:-
        She is working by herself.
  • কতগুলো Verb আছে যেগুলো Reflexive Pronoun কে Object হিসবে গ্রহণ করা হয়।
যেমন:-
        They will exert themselves in time.

Note: Emphatic Pronoun কখনও একা Subjece হয় না।

8. Reciprocal Pronoun কাকে বলে?
যে Pronoun দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক বুঝায় তাকে Reciprocal Pronoun বলে।
যেমন:-
        The two sister love each other.
        They love one another.

এখানে each other, one another এরা দুই ব্যক্তি বা তার অধিক এর মধ্যে সম্পর্ক বুঝাতে ব্যবহৃত হয়েছে। এর Reciprocal Pronoun.

Reciprocal Pronoun এর ব্যবহার :

  1. Each other এর ব্যবহার : দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক বুঝাতে each other ব্যবহৃত হয়।
যেমন:-
        The two girls struck each other.
  1. One another এর ব্যবহার : দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বুঝাতে One another ব্যবহৃত হয়।
যেমন:-
        They fight one another.


বন্ধুরা, এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ Amarload.com এর সাথে থাকার জন্য।

আড়ও পড়ুন:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url